Justice Abhijit Ganguly : আলিপুরদুয়ারে মহিলা সমবায় সমিতিতে বড় দুর্নীতি, CBI-কে ‘পদক্ষেপ’-এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly directs cbi to take action on alipurduar women cooperative society money laundering case


আপনাদের আইন অনুযায়ী পদক্ষেপ শুরু করুন। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যেই ওই মামলায় FIR দায়ের করেছে সিবিআই। মাস খানেক আগেই এই কেসের তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেন বিচারপতি।

Calcutta High Court : পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য কোনদিকে? হাইকোর্টের বড় ঘোষণা ২১ সেপ্টেম্বর
কী জানা যাচ্ছে?

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির ৫০ কোটির টাকার আর্থিক দুর্নীতির মামলায় FIR দায়ের করল সিবিআই। আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। যদিও রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। সিবিআইকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আপনারা আপনাদের মত আইন অনুযায়ী পদক্ষেপ করুন।

Recruitment Scam : ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! শিক্ষা দফতরের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র
ঋণদান নিয়ে দুর্নীতি

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মহিলা ঋণদান সমিতির একাধিক উপভোক্তা মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, মহিলা ঋণদান সমবায় সমিতিতে প্রায় ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। এক মামলাকারীর দাবি ছিল, সব মিলিয়ে মোট ৫০ কোটি টাকা রাখা হয়েছে। পরে সমিতির সদস্যরা জানতে পারেন এই সমিতি ‘ ‘বিলুপ্ত’ গিয়ে গিয়েছে। অথচ, মহিলাদের থেকে টাকা নিয়ে বাজারে খাটিয়ে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

Lalan Sheikh Bogtui : লালন শেখের মৃত্যু তদন্তের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে পেশ CID-র, আরও সময় চাইল সিট
সিআইডি তদন্ত নেয়

এই ঘটনা সামনে আসার পরেই CID তদন্ত ভার নেয় কিন্তু অভিযোগ, তিন বছর ধরে তদন্ত করেও সিআইডি বের করতে পারেনি, কাদের ওই টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। সমিতির পাঁচ মাথাকে গ্রেফতার করা হলেও তদন্তে কোনও সুরাহা মেলেনি। এমনকি, মামলাকারীরা জানান, কাউকে ঋণ দেওয়া হলে গ্রহীতার কোনও তালিকা থাকতো, কিন্তু এহেন কোনও তালিকা উদ্ধার করা যায়নি। আদতে পুরো টাকায় আর্থিক তছরুপ করা হয়েছে বলে দাবি তাঁদের।

Co Operative Election : ‘বিরোধী জোট’, ৯-০ তে গো-হারান হার তৃণমূলের!

সিবিআইকে তদন্তের নির্দেশ

এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযয়ের ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআইকে। বিচারপতি জানান, এই ঘটনার পেছনে বড় কোনও চক্রান্ত রয়েছে। কোনও বড় মাথা থাকতে পারেও বলে অনুমান করা হচ্ছে। সিআইডির থেকে এই মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। ২৫ অগাস্ট সিবিআই এবং ইডির হাতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়। এরপর থেকে মহিলা ঋণদান সংক্রান্ত মামলায় তদন্ত শুরু করে দেয় এই দুই কেন্দ্রীয় সংস্থা। আগামী ২ অক্টোবরের মধ্যে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে আদালতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *