কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, পার্পল লাইন মেট্রো রুটে চারটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে। এর মধ্যে আছে খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড। এর মধ্যে সর্বপ্রথম ভিক্টোরিয়া স্টেশনের কাজ শুরু হলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে কুইনস ওয়ের পাশে এখন যে ফাউন্ডেশন অফ জয় আছে, তারই নীচে তৈরি হবে ৩২৫ মিটার লম্বা এই স্টেশন। মাটির তলায় থাকবে দুটি স্তর। একটি কনকোর্স এবং অন্যটি প্ল্যাটফর্ম।
আপাতত স্টেশন তৈরির আগে জায়গাটি ফেন্স করার কাজ শুরু করা হয়েছে। এর পরে একাধিক গাছ এই জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করা হবে। ভাঙা পড়তে পারে ফাউন্টেন অফ জয়ও। আগামী ৩০ সপ্তাহের মধ্যে এই স্টেশনের কাজ শুরু করবে ঠিকাদার সংস্থা। স্টেশনটি বানাতে কমপক্ষে বছর পাঁচেক সময় লাগবে বলে ধরে নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনেরও কাজ শুরু হওয়ার কথা।
তবে খিদিরপুর এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ শুরু করার ক্ষেত্রে কিছু জট এখনও রয়েছে। ভিক্টোরিয়া স্টেশন তৈরি হলে গড়ের মাঠ, ময়দান, হেস্টিংস, রবীন্দ্র সদন, বিড়লা তারামণ্ডল, রেড রোড এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যাওয়ার একাধিক পথ খুলবে কলকাতাবাসীর জন্য। শীতের সকালে জোকা থেকে অথবা উলটো দিক থেকে টুক করে মেট্রো ধরে গড়ের মাঠের হাওয়া বা ভিক্টোরিয়ায় প্রেম করতে যাওয়ায় আর তেমন কোনও কসরত করতে হবে না।
নাগরিক মহলের দাবি, আর কোনও জটিলতা নয়, দ্রুত এই পরিষেবা চালু করা হোক। কারণ এক ট্রেনে ভিক্টোরিয়া যাওয়ার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না আরও অনেকেই। পর্যটকদের জন্যও তা আকর্ষণীয় হবে বলে মনে করছেন অনেকে।