Suvendu Adhikari : ‘৩ ঘণ্টায় উৎখাত করব’ হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনকে হুঁশিয়ারি শুভেন্দুর – suvendu adhikari attacks inttuc union at haldia tata steel plant vishwakarma puja


একসময় তিনিই ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে। সেই হলদিয়াতেই তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে হুঙ্কার বর্তমান BJP বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যে BJP ক্ষমতায় এলে ৩ ঘণ্টার মধ্যে সমস্ত তৃণমূল সংগঠনকে উৎখাত করবেন বলে দাবি তাঁর।

Suvendu Adhikari News : ‘প্রামাণ্য নথি আছে…’, অভিষেকের ‘কোম্পানি’ ইস্যুতে গৌতম দেবকেও উল্লেখ শুভেন্দুর
কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন জানান, হলদিয়ায় শ্রমিকদের দাপিয়ে রাখা হয়েছে। তাঁর কথায়, ‘লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার পরের দিন তিন ঘণ্টার মধ্যে হলদিয়া থেকে সমস্ত তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করব।’ এমনকি আগামী লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা কেন্দ্র হলদিয়া ও কাঁথি কয়েক লাখ ভোটে জয়লাভ করবে BJP প্রার্থীরা বলেও দাবি করেন তিনি।

Sisir Adhikari News : সাংসদ শিশিরকে ঘিরে ‘চোর’ স্লোগান! ভোট দিতে গিয়ে ‘বিব্রত’ বিরোধী দলনেতার বাবা
তৃণমূলকে উৎখাতের বার্তা

শুভেন্দু এদিন জানান, ক্ষমতায় আসার পরের দিন তিন ঘণ্টার মধ্যে হলদিয়া থেকে তৃণমূলকে উৎখাত করব। সোমবার হলদিয়া টাটা স্টিল ও টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল শ্রমিক সংগঠনের উপর খড়গহস্ত হন তিনি।

Suvendu Adhikari on Duttapukur Blast :’স্থায়ী সমাধানের কোনও চিন্তা ভাবনা নেই…’, দত্তপুকুরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
আর কী জানালেন শুভেন্দু?

পাশাপাশি তিনি এদিন জানান, কলকাতার মানুষ হলদিয়ায় এসে মাতব্বরি করবে আর হলদিয়ার মানুষরা বঞ্চিত হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই এক জোট হন। আমি দায়িত্বে থাকাকালীন জেলায় বহু উন্নয়ন হয়েছে। দুঃস্থ মানুষকে সাহায্য, পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান, স্কুল গুলিতে আর্থিক সাহায্য, রাস্তাঘাট নির্মান ও দূষণ মুক্ত করার জন্য চারাগাছ রোপন করেছিলাম। এখন আর কোনও কাজই হয় না বলে দাবি তাঁর। ফলত, হলদিয়া পুরসভা নির্বাচন হলে তৃণমূল গোহারান হারবে বলে দাবি শুভেন্দুর।

বিশ্বকর্মা পুজোর উদ্বোধন

টাটা স্টিল এন্ড টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল, আনন্দময় অধিকারী, সোমনাথ ভূঁইয়া সহ অন্যান্যরা। এদিন এলাকার মানুষদের হাতে উপহার হিসাবে পোশাক তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক। হলদিয়ার কারখানা থেকে তৃণমূল শ্রমিক সংগঠনকে উৎখাত নিয়ে শুভেন্দুর মন্তব্যের পালটা জবাব দেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক নেতা মিলন মণ্ডল। তাঁর কথায়, হতাশাগ্রস্ত হয়ে পঞ্চায়েতে ভরাডুবির কারণে এসব কথা বলছেন তিনি।

শুভেন্দু অধিকারীর সভার জন্য জোর করে চাঁদা তোলার অভিযোগ


হলদিয়া উন্নয়ন পর্ষদ

তৃণমূলে থাকাকালীন হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার আগে মন্ত্রিত্বের পাশাপাশি পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন তিনি। তাঁর পদত্যাগের পর পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক বিভু গোয়েলকে পর্ষদের দায়িত্ব তুলে দেয় রাজ্য সরকার। শুভেন্দু চেয়ারম্যান থাকাকালীন হলদিয়া এবং তমলুক মহকুমার সমস্ত এলাকাকেই এই পর্ষদের আওতায় আনা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *