দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে গোপিনীরা তাঁকে প্রেমিক তথা স্বামীরূপে পেতে দেবী কাত্যায়নীর পুজো করেছিলেন বলে শোনা যায়। তারপরেই ১৬০০ গোপিনীর ইচ্ছাপূরণ হয়েছিল। সেই কাত্যায়নীই আদতে শ্রীকৃষ্ণ তথা ভগবান বিষ্ণুর অন্তরাত্মাশক্তি, দেবী যোগমায়া।
Source link