Aadhaar Biometric Fraud : আধার বায়োমেট্রিক প্রতারণায় ৬৬টি অভিযোগ তদন্তে পুলিশ – kolkata police investigating 66 complaints of aadhaar biometric fraud case


এই সময়: শুধু কলকাতা নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ আসছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশে ৬৬টি অভিযোগ জমাও পড়েছে। কী ভাবে এই প্রতারণার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব, প্রতারিত হলেই বা কী করতে হবে, সে বিষয়ে এদিন প্রয়োজনীয় পরামর্শ দেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। সোমবার বডি গার্ড লাইন্সে কলকাতা পুলিশের একটি বৈঠকে উপস্থিত ছিলেন নগরপাল।

Aadhaar Biometric Fraud : জাগো গ্রাহক জাগো, সচেতনতা বাড়াতে বলছে ব্যাঙ্ক
সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এম আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে প্রথমে বায়োমেট্রিক লক করতে হবে। তাতে আধারের তথ্য নিরাপদ থাকবে। যদি এর পরেও কেউ প্রতারণার শিকার হন, তা হলে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে জানাতে হবে। লালবাজারের সাইবার সেল যথেষ্ট তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে থাকে। পুলিশের নজরে এলেই ব্যবস্থা নেওয়া হবে।’

Telegram Fraud Alert : টেলিগ্রামে প্রতারাণা বড় ‘জাল’, গায়েব হবে টাকা! বাঁচতে ৫ দফা অ্যাডভাইজরি পুলিশের
সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আর্থিক প্রতারণা রুখতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলেছে বলেও এদিন জানান নগরপাল। এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী বলেন, ‘বায়োমেট্রিক প্রতারণার ঘটনায় লালবাজারে এখনও পর্যন্ত ৬৬টি অভিযোগ জমা পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতারণার ঘটনা মূলত প্রত্যন্ত এলাকায় ঘটছে। প্রতারকেরা ভিন রাজ্য থেকে অপারেশন চালাচ্ছে। চলতি বছরের জুন মাস থেকে এই ধরনের অপরাধ রিপোর্ট হতে শুরু করেছে। ব্যাঙ্ক ফ্রড সেকশন ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তও শুরু করেছে।’

Aadhar Card Fraud Case : বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকউন্ট সাফ! কী ভাবে ঠেকাবেন Aadhar প্রতারণা, জানাল কলকাতা পুলিশ
আধারের বায়োমেট্রিক তথ্যে আঙুলের ছাপ থাকে। সেই তথ্যই হাতিয়ে আধার ক্লোন করে প্রতারণার ঘটনা ঘটছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। পুজোর ঠিক আগে একের পর এক অভিযোগ আসতে শুরু করায় কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। তা মেনে চললেই প্রতারণার হাত থেকে রেহাই মিলতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *