Digha Beach News: সিঙ্গাপুরের মজা দিঘাতেও! এবার তৈরি হচ্ছে ‘আন্ডার ওয়াটার পার্ক’, কী থাকবে সেখানে? – now under water park will be build at digha sea like singapore


পর্যটকদের কাছে দারুণ সুখবর। বিদেশ না গিয়েও এবার বিদেশের মজা এবার বাঙালির ঘরের পাশে দিঘায়। প্রেম থেকে বাৎসল্য, অভিসার থেকে হনিমুন, বাঙালির সবচেয়ে প্রিয় ঘোরার জায়গা হল দিঘা। রাজ্য সরকারের উদ্যোগে শীঘ্রই সেই তালিকায় জুড়ছে তীর্থও। দিঘাতে জগন্নাথ ধাম শুরু হওয়ার আগেই পর্যটকদের জন্য এল আরও এক সুখবর। পর্যটনে আকর্ষণ বাড়াতে এবার দেশের সীমানা ছাড়িয়ে বিদেশি পর্যটনস্থানের আদলে গড়ে উঠতে চলেছে নয়া পার্ক।

পুরী ও সিঙ্গাপুরের মজা এবার একত্রে বাংলার দোরগোড়ায়। সিঙ্গাপুরের আদলে এবার দিঘায় গড়ে উঠতে চলেছে ‘আন্ডার ওয়াটার পার্ক’। শীঘ্রই দিঘায় জায়গা চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিঘায় পর্যটকদের আনন্দ দিতে গড়ে উঠবে বিদেশি স্টাইলে ‘আন্ডার ওয়াটার পার্ক’।

Mandarmani Sea Beach : সতর্কতাই সার! মন্দারমণিতে উত্তাল সমুদ্রে তলিয়ে মৃত্যু কলকাতার যুবকের, নিখোঁজ ২
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে আরও পর্যটকমুখী করতে এবং দিঘাকে সাজিয়ে তোলার লক্ষ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে রাজ্য সরকার। ঝাঁ চকচকে রাস্তা, পার্ক, ডিজিটাল অডিও ভিজুয়াল পরিষেবা সর্বপরি জগন্নাথ ধাম মন্দির গড়ে উঠেছে। কিছু দিনের মধ্যে দিঘায় জগন্নাথ ধাম মন্দির সাধারণ মানুষের জন্য উদ্বোধন করে দেওয়া হবে। আবারও দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। এবার দিঘার সমুদ্রে জলের তলায় ভ্রমণ করার জন্য গড়ে উঠতে চলছে ‘আন্ডার ওয়াটার পার্ক’। সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের জলের নীচে টানেলে নেমে জলের নীচে সমস্ত প্রাণীদের দেখা যাবে বলে জানা গিয়েছে।

Puri Jagannath Temple Mahaprasad : মহার্ঘ্য পুরীর মন্দিরের মহাপ্রসাদ! কততে মেলে জগন্নাথদেবের খাজা-ভোগ?

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানসকুমার মন্ডল জানান, ‘রাজ্য সরকারের নির্দেশ মতো দিঘায় একের পর এক উন্নয়নমূলক কাজ হয়ে চলেছে। এবার দিঘায় ‘আন্ডার ওয়াটার পার্ক’ গড়ে উঠতে চলেছে। হিডকো সংস্থাকে এই পার্কটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। হিডকোই এই প্রকল্পের DPR তৈরি করবে।’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জলের নীচে এই পার্ক তৈরির প্রস্তুতি। ইতিপূর্বে দিঘায় পর্যটকদের জন্য জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হয়েছে। সেই কাজ শেষের পথে। আগামী বছর শুরুর দিকে লোকসভা ভোটের আগেই মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

Digha Sea Beach: কৌশিকী অমাবস্যায় আচমকা বদলাল সমুদ্রের জলের রং! দিঘায় আতঙ্কে পর্যটকেরা

দিঘায় বেআইনি হােটেল উচ্ছেদ! জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দিঘাকে গোয়ায় পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিকবার দিঘার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ধীরে ধীরে আধুনিক ও উন্নতমানের পরিষেবা দিঘায় গড়ে তোলা হচ্ছে। এখন দেখার দিঘায় কত দ্রুত ‘আন্ডার ওয়াটার পার্ক’ গড়ে ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *