Divorce Case : এক টিপ নস্যির ঝাঁঝে আদালতে স্ত্রী, পা ধরে নেশা ছাড়ার অঙ্গীকার স্বামীর – wife lodged divorce case at alipore court against husband for taking snuff tobacco


এক টিপ নস্যি! তাই নিয়ে তুলকালাম কাণ্ড দম্পতির। স্বামীর নেশার নস্যি দম্পতিকে নিয়ে গেল আদালত পর্যন্ত। স্ত্রী যে একেবারেই তাঁর কাছে ‘নস্যি’ নন, হাড়ে হাড়ে টের পেলেন স্বামী। নেশা ছাড়ার কথা দিতেই গলে জল স্ত্রী। অবেশেষে খোরপোষ মামলায় মধুরেন সমাপয়েৎ।

Vishwakarma Puja 2023 : বিশ্বকর্মার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন, বারাসত মৎস্য আড়তে পুজো করেন মুসলিমরা
কী ঘটনা ঘটেছে?

দক্ষিণ ২৪ পরগনা জেলার খুঁচিতলা গ্রামের বাসিন্দা সমীর সামন্ত। বয়স ৭২ এর দোরগোড়ায়। এই বৃদ্ধ বয়সে স্ত্রী তাঁর অন্যতম বেচেঁ থাকার সম্বল। কিন্তু বৃদ্ধ দম্পতির সম্পর্কের মাঝখানে কাঁটা হয়ে বিঁধেছিল নস্যি। বৃদ্ধ সমীরের নেশা ছিল নস্যি নেওয়ার। ওখানেই রেগে কাঁই হতেন তাঁর স্ত্রী তপতী সামন্ত। নেশা ছাড়তেই হবে, নাহলে অন্য রাস্তা দেখছি! স্বামীকে সোজাসুজি চ্যালেঞ্জ ছোঁড়েন স্ত্রী।

Trending News: গোল্ড মেডালিস্ট-M.A পাশ যুবকের ‘শিক্ষিত বেকার ক্যাফে’,স্বপ্ন দেখা ভুলে মোমো-চাউমিনেই অ্যাপ্যায়ন
এরপর কী হল?

কথায় কাজ না হওয়ায় স্বামী – সংসার ছেড়ে অন্যত্র গিয়ে ওঠেন তপতী দেবী। তাঁর বয়স ৬১ পেরিয়েছে। বৃদ্ধ বয়সেও এক টিপ নস্যির ঝাঁঝ দম্পতির সুখের সংসারে ইতি টেনেছিল। কালুয়াখালি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন তিনি। স্বামীর উপর রাগে গত ফেব্রুয়ারি মাসে খোরপোষের মামলা থাকেন তিনি। সেলাইয়ের কাজ করে পেট চলে না। ওদিকে স্ত্রীর থেকে স্বামীর কাছে আপন হয়েছে নস্যি। খোরপোষ চেয়ে মামলা দায়ের করেন আলিপুর আদালতে

Bhangar News : ঘরে অস্ত্রের ভাণ্ডার! ভাঙড়ে গ্রেফতার ২ ISF নেতা, কটাক্ষ তৃণমূলের
নস্যি কাণ্ড গড়াল আদালতে

স্ত্রী ঘরছাড়া হওয়ায় ভুল বুঝতে শুরু করেন স্বামী সমীর সামন্ত। নস্যি চুলোয় যাক। স্ত্রীকে ঘরে ফিরিয়ে আমার জন্য উদ্ধত হন তিনি। স্ত্রী যেখানে থাকেন সেখানে কাঁকুতি মিনতি করে স্ত্রীকে বোঝান তিনি। স্ত্রীকে বাড়ি ফিরে আনার জন্য অনুরোধ করেন। ঝগড়াঝাঁটি শুরু হয়। অবশেষে পত্নীর পায়ে ধরে নস্যির নেশা ছাড়ার কথা দেন সমীর। এরপরেই অভিমান দূরে সরিয়ে রেখে স্বামীর ঘরে ফেরেন স্ত্রী।

স্কুটার কেনার জন্য লোন নিতে গিয়ে চক্ষু চড়কগাছ জয়ন্তর

অবশেষে উঠল মামলা

স্বামী স্ত্রীর মধ্যে মৌখিক বোঝাপড়া হলেও আদালতে তো মামলা ঝুলে। স্ত্রী যখন স্বামীর কাছে ফিরেই এসেছে তখন আর মামলার কী? অভিযোগকারিণী আদালত থেকে মামলাটি তুলে নেন। সম্প্রতি আলিপুর আদালতে মামলাটি তুলে নেওয়া হয়েছে। আদালতের এক আইনজীবী জানিয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে মত পার্থক্য, বিবাদের অনেক কারণ দেখেছি। নেশার জন্যেও বহু স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটেছে। তবে নস্যির নেশার কারণে এরকম মামলা কখনও দেখিনি। তবে দুজনের মধ্যে শেষমেশ মিল হয়েছে এটাই আনন্দের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *