কী জানা যাচ্ছে?
মঙ্গলবার কালনা পুরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের শিবতলা ভাটাপুকুর পার এলাকার দুটি বাড়ির টাইম কল থেকে পড়ছে নীল জল। আর যা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। এমন খবর পাওয়ার পরই এদিন মঙ্গলবার বিকেলে ওই এলাকায় সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হন কালনা পুরসভার উপ পুরপতি তপন পোড়েল, এবং কালনা পুরসভায় বেশ কিছু আধিকারিকরা।
পুরসভা কী বলছে?
এদিন কালনা পুরসভার উপ পুরপতি তপন কর জানান, দুটি বাড়িতে এমন জল পাওয়া গেছে শুনে আমরা এলাকায় গিয়েছিলাম কিন্তু আমরা এইরকম কিছুই দেখতে পায়নি। তাদের দেওয়া জলের নমুনা আমরা বর্ধমানের টেস্ট এর জন্য পাঠিয়েছি। পুরসভার জল নিরাপদ আর এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও এদিন জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিদর্শনে গিয়ে তিনি নিজে ওই জল পান করেছেন এমন ছবিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে টা ফুটে উঠেছে।
পুরসভার জল নিয়ে সমস্যা
পুরসভা এলাকায় জলের সমস্যা দেখা দেয় অনেক জেলাতেই। জলের সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় পুরসভা এলাকার বাসিন্দাদের। তবে পুরসভার জলের রং নীল, এরকম কাণ্ডে অবাক অনেকেই। কী কারণে জলের নীলচে রং হল, তা নিয়ে একাধিক তত্ত্বে চর্চায় ব্যস্ত এলাকায় মানুষ। যদিও ল্যাব থেকে জল পরীক্ষা করার রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলেই জানিয়েছে পুরসভা।
পানীয় জলের সমস্যা
পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে একাধিক পুরসভা এলাকায়। কিছু দিন আগেই হুগলি জেলার তারকেশ্বর পুরসভা এলাকাতেই চরম পানীয় জল সংকট দেখা হয়। পুরসভায় জল সরবরাহের মাত্রা কমিয়ে দেওয়া হয়। জলের সমস্যার কারণ হিসেবে জানানো হয় মাটির তলায় জল স্তর নেমে যাওয়ার বিষয়টি। জলের কারণে ক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জলস্তর কমে যাওয়ার পাশাপশি পাইপ ফেটে বিপত্তি ঘটে তারকেশ্বর পুরসভায়। জোড়া বিপদে পড়ে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।