Kolkata Municipal Corporation : ডেঙ্গি বড় বালাই! প্যান্ডেলে জল জমা রুখতে পুজো কমিটিগুলোকে বিশেষ দাওয়াই পুরসভার – kolkata municipal corporation directs all durga puja committee for taking initiative to prevent water logging for dengue


Dengue নিয়ে আতঙ্ক মেটেনি কলকাতায়। পুজোর আগে উদ্যোক্তাদের বিশেষ নির্দেশ দিল Kolkata Municipal Corporation। প্যান্ডেল নির্মাণের সময় যাতে কোনওভাবে জল জমার জায়গা না তৈরি হয়, সে ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হল কলকাতা পুরসভার তরফে।

Kolkata Alipore Zoo : ফটোগ্রাফি-কুইজ, আঁকা প্রতিযোগিতা! বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে জমজমাট অনুষ্ঠান আলিপুর চিড়িয়াখানায়
কী নির্দেশ দিল পুরসভা?

কলকাতা পুরসভা সূত্রে খবর, একটি বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার ছোট বড় সব পুজো উদ্যোক্তাদের জানান হয়েছে, প্যান্ডেল নির্মাণের সময় কোনওভাবে যেন জল জমার জায়গা না তৈরি হয়। বিশেষ করে জানানো হয়, প্যান্ডেল নির্মাণে বাঁশের কাঠামোয় কোনও ফাঁকা অংশে জল জমলে সেখানেও ডেঙ্গির মশা জন্মাতে পারে।

KMC Book Donation Drive : নাগরিকের বইদানের আবেদন! শিশুদের জন্য অভিনব পরিকল্পনা কলকাতা পুরসভার
আর কী জানাল পুরসভা?

পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সামান্য জমা জলে জন্মাবে ডেঙ্গি বাহিত মশা ইডিস বা ইজিপ্তাই। যার কারণে প্যান্ডেলে আসা দর্শনার্থীদের মধ্যে ডেঙ্গি ছড়াতে পারে। সেই কারণেই মণ্ডপ নির্মাণকারী এবং পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হচ্ছে। প্যান্ডেল যে জায়গায় নির্মাণ করা হয়েছে এবং প্যান্ডেলের পাশে যেখানে বিজ্ঞাপনের বিভিন্ন হোর্ডিং ব্যাবহার করা হয় সেখানেও বিশেষ নজরদারি করা উচিত বলে জানিয়েছে পুরসভা।

Kolkata Durga Puja : শ্রীকৃষ্ণের ১৬০০ গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করেছিলেন দেবী কাত্যায়নী, উল্টোডাঙায় এবার ‘মহালীলায় মহামায়া’
ডেঙ্গি রোধে উপায়

কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাঁশ দিয়ে প্যান্ডেল করা হবে সেখানে যেন সামান্য গর্ত না থাকে, বালি বা পাথর দিয়ে সেই জায়গা ভরাট করে দেওয়া প্রয়োজন বলে জানান পুরসভা। কোন জায়গায় যদি অল্প জল জমে সেখান থেকে যত দ্রুত সম্ভব জল সরিয়ে ফেলতে হবে বলেও জানান হয় কলকাতা পুরসভার তরফে।

দেবী দুর্গার পুজো হয় কোন শাস্ত্র মেনে জানেন

বৃষ্টির জল না জমার নির্দেশ

প্রসঙ্গত, আগেই পুজোর সময় যাতে বৃষ্টির কারণে জল না জমে সে ব্যাপারে তদারকির কথা জানিয়েছিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের কাউন্সিলরদের চিঠি পাঠানোর পরিকল্পনা করা হয়। সমস্ত কাউন্সিলারের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন ওয়াটার লগিং পয়েন্টের তালিকা কলকাতা পুরসভাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। পুজোর আগে সেই সমস্ত তালিকা ধরে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজে অর্থাৎ জল জমে রোধে ব্যবস্থা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুরসভা। এ ব্যাপারে নিকাশি বিভাগকেও নির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়। জল জমার পাশাপাশি, ডেঙ্গিও কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে পুরসভার। যদিও ডেঙ্গি দমনে পুরসভার পাশাপাশি জন সাধারণকে সচেতন হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভায় তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *