কিন্তু পুরসভার এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামপুরহাটে টোটো চালকদের দাপট অব্যাহত। রামপুরহাট শহর জুড়ে রমরমিয়ে চলছে টোটো। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় যাত্রী তোলার জন্যও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে টোটো চালকদের। পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছিল জাতীয় বা রাজ্য সড়কে টোটো বা অটো চলাচল করবে না।
তবে শুধু রামপুরহাট নয়, বীরভূমের আরও এক পুরসভা এলাকাতেও একই ছবি। সিউড়ি পুরসভা এলাকাতেও ধরা পড়েছে টোটো দৌরাত্ম্যের ছবি। সিউড়ি পুরসভাও রামপুরহাটের মতো টোটোর বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে। সিউড়ি পুরসভার কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ‘ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এই বিষয়ে। তবে ঠিক কীভাবে টোটোকে নিয়ন্ত্রণ করব সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সামনের শুক্রবার আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংবাদ মাধ্যমকে সম্পূর্ণ বিষয়টি জানাব।’
অন্যদিকে টোটো চালক জিতেন মণ্ডল বলেন, ‘আসলে দোকানদার ও প্রশাসনের চোখে আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি। কিন্তু আমরাও টোটো চালিয়ে রোজগার করি। আমাদেরও সংসার রয়েছে। তাহলে আমাদের উপরেই সব নিয়ম চাপানো হচ্ছে কেন।’
উল্লেখ্য, সম্প্রতি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন কোনও রাজ্য বা জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না। মূলত দুর্ঘটনা ও যানজট এড়াতে পরিবহণ দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটোর বিরুদ্ধে কবে এই পদক্ষেপ করা হয় সেটাই এখন দেখার।