Weather Forecast: গণেশ পুজোয় ‘স্পয়লার’ বৃষ্টি! নিম্নচাপের জেরে দিনভর দুর্যোগের পূর্বাভাস – south bengal districts to witness rainfall due to a low pressure on ganesh chaturthi


শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আর এর সবথেকে বেশি প্রভাব প্রত্যক্ষ পড়বে ওডিশা উপকূলবর্তী অঞ্চলে। আর সেই কারণে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এদিন সকাল থেকেই শহর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত কলকাতাতেও চলবে বৃষ্টিপাত। কমতে পারে তাপমাত্রার পারদ।

Weather Report : নতুন করে সাগরে তৈরি ঘূর্ণাবর্ত, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি!
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।

Kolkata Today Weather : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, ‘গরম মেজাজ’ বদলে বুধ থেকেই তুমুল দুর্যোগ কলকাতা সহ জেলায় জেলায়
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
গত সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টিপাত। নিম্নচাপের জেরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় গণেশ পুজোর আমেজ। তাতে কিছুটা হলেও স্পয়েলার যোগ করতে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতিবার থেকে ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

Rain Forecast in Kolkata: শক্তি বাড়িয়েই নিম্নচাপের ‘ফোঁস’! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
একদিকে যখন দক্ষিণবঙ্গে বুধবার থেকে তাপমাত্রা বৃষ্টি এবং বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে সেই সময় এদিন থেকে কার্যত বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ভারী এবং শুক্রবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে দু’এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।

বিশ্বকর্মা পুজোয় দুর্যোগের পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস?

শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।

Rainfall Forecast : ‘হালকা রেস্ট’ নিয়ে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিশ্বকর্মা পুজোয় দুর্যোগের ভ্রূকুটি
একনজরে দেশের আবহাওয়া
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও ওডিশাতে। এছাড়াও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হতে পারে ভারী বৃষ্টি। ছত্তিশগড়, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তেলেঙ্গানা, রাজস্থান, কঙ্কন ও গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ , মহারাষ্ট্র এবং গুজরাটে আগামী কয়েকদিন হতে পারে ভারী বৃষ্টিপাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *