জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর দু’সপ্তাহ। তারপরেই ভারতের মাটিতে ক্রিকেটের মহাযজ্ঞ। শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023)। বুধবার অর্থাৎ আজ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘দিল জশন বোলে’ (Dil Jashn Bole) মুক্তি পেল। বলি তারকা রণবীর সিং (Ranveer Singh) এই ভিডিয়োটিকে তাঁর নিজস্ব স্টাইলে প্রাণবন্ত করার চেষ্টা করেছেন। এই গানের সুরকার প্রীতম (Pritam)। ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর ‘ওয়ান-ডে এক্সপ্রেস’ (One-Day Express) ট্রেন ধরেছেন। সেই ট্রেনেই তিনি ফ্যানদের সঙ্গে নাচছেন। প্রীতম তাঁর ব্যান্ড নিয়ে ট্রেনের মাথায় গাইছেন-নাচছেন। রণবীর এসে তাঁদের সঙ্গ দিচ্ছেন। এসব তো ঠিকই ছিল। তবে এই ভিডিয়োতে বাংলা শব্দের ব্যবহার আলাদা করে চোখ টেনেছে। ট্রেনের ভিতরের এলইডি ডিসপ্লেতে বারবার ‘জোশ’ (কাপযুদ্ধের উত্তেজনা বোঝাতে) শব্দটি বিভিন্ন ভাষায় ফুটে উঠেছে। কিন্তু বাংলায় ‘জোশ’-এর বদলে লেখা হয়েছে ‘জাশ’। বাংলায় জোশ বা জাশ বলে কোনও শব্দের অস্তিত্ব নেই। জোশ হিন্দি শব্দ।
আরও পড়ুন: Tanzim Hasan Sakib: নারীবিদ্বেষী পোস্টে ফেসবুকে তুলতেন ঝড়! উঠতি পেসারকে বুঝে নিল বাংলাদেশ
অ্যান্থেম নিয়ে রণবীর বলেন, ‘ক্রিকেট ফ্যান হিসেবে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর অংশ হতে পারা, সত্যিই সম্মানের। এটা সেই স্পোর্টের সেলিব্রেশন, যা আমরা সবাই ভালোবাসি।’ প্রীতমের বক্তব্য, ‘ক্রিকেট ভারতের শ্রেষ্ঠ প্যাশন, দিল জশন বোলে কম্পোজ করতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় বিশ্বকাপ হয়ে গেল। আমার কাছে বিরাট সম্মান। এই গান ১.৪ বিলিয়ন ভারতীয় ফ্যানের জন্য়ই নয়, সারা বিশ্বের মানুষ এই দেশে আসছেন সবচেয়ে বড় সেলিব্রেশনের অংশীদার হতে।’
(Zee 24 Ghanta ডিজিটাল এবার হোয়াটসঅ্যাপেও। টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ফলো করুন ক্লিক করে)
১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ মুম্বই ও পুণেতে। তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে হবে গা ঘামানোর ম্যাচগুলি। ভরা উৎসবের আবহে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফলে নিরাপত্তাজনিত কারণে, আইসিসি-কে বিশ্বকাপের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। ভারত-পাকিস্তান মহারণ নিয়েই মোট ন’টি ম্যাচের দিনক্ষণ বদলেছে। রোহিত শর্মা অ্যান্ড কোং-এর বিশ্বকাপ সফর শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর মহাশক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচ ম্যাচ পেয়েছে কলকাতা। ইডেন গার্ডেন্স মাতবে কাপযুদ্ধের আনন্দে।
আরও পড়ুন: Mohammed Shami: এশিয়া কাপ জিতেই আলিপুর আদালতে! স্বস্তি পেলেন কি জাতীয় দলের নক্ষত্র?