Baruipur News : বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! নাটকীয় কায়দায় অভিযান পুলিশের, বারুইপুরে ধৃত ১ – baruipur police arrested a person for running a illegal arms factory at jainagar


রাজ্যে বেআইনি অস্ত্র ভাণ্ডার রয়েছে বলে মাঝেমধ্যেই সুর চড়ান বিরোধীরা। অভিযোগ সত্যি প্রমাণ করে এবার এক অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। গ্রেফতার করা হয়েছে অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত একজনকে।

Dakshin 24 Pargana News : দু’মাসও টিকল না ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি নদী বাঁধ, নামল ভয়াবহ ধস
কী জানা যাচ্ছে?

বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল জয়নগরে। প্রচুর অস্ত্রসস্ত্র সহ গ্রেফতার এক। ধৃত ব্যক্তির নাম রহমতুল্লা শেখ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই অস্ত্র ব্যবসার সঙ্গে আর কারা যুক্ত জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

Divorce Case : এক টিপ নস্যির ঝাঁঝে আদালতে স্ত্রী, পা ধরে নেশা ছাড়ার অঙ্গীকার স্বামীর
পুলিশ সূত্রে কী খবর?

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে একটি অভিযান চালায়। মূলত ক্রেতা সেজে যোগাযোগ করা হয় অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল ওই বিক্রেতার। জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোম এর সামনে অস্ত্র লেনদেনের জায়গা ঠিক হয়। সন্ধে ৬টা টাইম দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘোরানো হয় ধৃতকে।

Vishwakarma Puja 2023 : বিশ্বকর্মার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন, বারাসত মৎস্য আড়তে পুজো করেন মুসলিমরা
কীভাবে হল পুলিশের অপারেশন?

জানা যাচ্ছে, পুলিশ কর্মীরা ক্রেতা সেজে বাইক ও অটোতে ছিল। বিভিন্ন জায়গায় ঘোরার পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে ধরা হয়। ধৃতের বাডি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। মূলত নির্জন এলাকায় দুই কামরার ঘর ও সামনে চালা থাকা বাড়িতে চলছিল অস্ত্র তৈরির কারবার। বাড়ির পেছনেই রয়েছে পুকুর। যাতে কেউ কিছু বুঝতে না পারে। পুকুরের ভিতরেও আর্মস লুকানো ছিল। সেখান থেকেও আর্মস উদ্ধার করে পুলিশ। বাড়িতে অভিযুক্ত তার স্ত্রী ও ছেলে থাকত। ধৃত বড় অস্ত্র সরবরাহকারী বলে জানা গিয়েছে ।

ডাক্তারের দেখা নেই, ভগ্নপ্রায় স্বাস্থ্যকেন্দ্রে ছাগলের অবাধ বিচরণ!

কী কী উদ্ধার হয়েছে?

ঘটনাস্থল থেকে উদ্ধাত আর্মস তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ উদ্ধার। ৮টি ওয়ান সাটার, ২ টো লং মেশিন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বাড়ির মধ্যে লুকিয়ে এই ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো বলে পুলিশ সূত্রে খবর। সন্তর্পনে চলত অস্ত্র কেনাবেচার কারবার। ধৃতের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজখবর চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *