D.El.Ed Admission : ভাবমূর্তি ফেরাতে উদ্যোগ, D.El.Ed-এ ভর্তির নিয়ম আসছে বদল! হাইকোর্টে জানাল পর্ষদ – west bengal primary education board says no offline admission on d.el.ed from this year


রাজ্যে নিয়োগ দুর্নীতি একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাসকদলের একাধিক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছে ED-CBI-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে জনমানসে একাধিক প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ভাবমূর্তি ফেরাতে নড়েচড়ে বসল পর্ষদ।

Recruitment Scam : নামী ক্লাবের মাধ্যমে টাকার লেনদেন! মানিকপুত্রর বিরুদ্ধে হাইকোর্টে দাবি ED-র
ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এ বছর থেকেই রাজ্যের সব D.El.Ed কলেজে বন্ধ করে দেওয়া হবে অফলাইন অ্যাডমিশন। এদিন কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBPPE)। তাদের তরফে জানানো হয়েছে রাজ্যে ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। বুধবার হাইকোর্টে পর্ষদ আরও জানিয়েছে, মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। দুর্নীতির বিস্তর অভিযোগের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

Justice Abhijit Ganguly: ‘এত মহাপুরুষ! কবে জেরা করবেন?’ নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিধায়ক-কাউন্সিলারের নাম দেখে প্রশ্ন বিচারপতির
রাজ্যে ডিএলএডের ভর্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ৩০ জুন D.El.Ed কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্লাস না করিয়ে কেন দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার চেষ্টা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলে আদালত। NCTE-র নিয়ম অনুযায়ী প্রাথমিক টেটে বসার জন্য D.El.Ed কোর্স পাশ করা বাধ্যমূলক। এই কোর্সটি দু’বছরের। তবে এই কোর্স শেষ করার জন্য পড়ুয়াদের তিন বছর সময় দেওয়া হয়।

ডিএলএড কোর্স করানোর জন্য রাজ্যে মোট ৬৫৬টি কলেজ কলেজ রয়েছে। এই কলেজগুলির মধ্যেই ৪৪টি কলেজ সরকারি ও বাকিগুলি বেসরকারি। স্বচ্ছতার প্রশ্নের ও বিভ্রান্তি এড়াতে আগেই কেন্দ্রীয় ভাবে অনলাইনে বিএডের মেধাতালিকা প্রকাশের কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অফলাইনে এই কোর্সের ভর্তি সম্পূর্ণ বন্ধ করার কথাও জানা যায়।

Manik Bhattacharya Case:’মানিকের সঙ্গে যোগসাজশ আছে মনে হচ্ছে’, CBI-এর সঙ্গে সেটিংয়ের সন্দেহ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি আদালতে মানিক সম্পর্কে আরও এক চাঞ্চল্যকর দাবি করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কলামন্দিরে বসে মানিক বৈঠক করতেন। প্রতিটি ডিএলএড কলেজ থেকে মানিক ৫০ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযো উঠেছে। পরবর্তীকালে সেই টাকা মানিকের ছেলে শৌভিকের সংস্থায় জমা পড়ত বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *