বিয়ের পর প্রথম গণেশ পুজো রাহুল-আথিয়ার। দু’জনের কাছেই এই গণেশ পুজোটা একটু বেশি স্পেশাল। গণেশ পুজোর অনুষ্ঠানে রাহুল-আথিয়া। ভাইকে সঙ্গে নিয়েই আথিয়া গিয়েছিলেন আম্বানিদের গণেশ পুজোর গ্র্যান্ড অনুষ্ঠানে। ভাইকে সঙ্গে নিয়ে প্রথমে ক্য়ামেরায় ধরা দেন রাহুল-আথিয়া। পরে ভাইকে বাদ দিয়েই পোজ দিতে ব্যস্ত হয়ে পড়েন দু’জনে। অথিয়ার এই কাণ্ডে কিছুটা বিরক্ত হতে দেখা গিয়েছে অহনকে (KL Rahu with Athiya Shetty at Ambani House Ganpati Puja)। পরে অবশ্য আবার ভাইয়ের সঙ্গে পোজ দেন আথিয়া-রাহুল। সেই মুহূর্তের ভিডিয়ো রইলো আপনাদের জন্য। Watch The Entertainment Video.