বিমানবন্দর সূত্র মারফত খবর, এদিন সকালে স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু কলকাতা বিমান বন্দর থেকে উড়তে না উড়তেই আকাশে বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলে জানা গিয়েছে।
এরপরই পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায়, ৭টা ৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। বিমানটিতে মেরামতির কাজের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিমান সংস্থার তরফে ওই যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়।
আরও তথ্যের রিফ্রেশ করুন…