Kolkata Airport: আকাশে ওড়ার পর বিমানের কাঁচে চিড়! জরুরি অবতরণ কলকাতা থেকে মুম্বইগামী ফ্লাইটের – kolkata to mumbai bound fight makes emergency landing at kolkata airport


বুধবার সাত সকালে কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য। বিমান উড়তে না উড়তেই ফের ফিরল এয়ারপোর্টে। কলকাতা থেকে মুম্বইগামী বিমানে সমস্যা। সকালে ওড়ার কিছুক্ষণের মধ্যে জরুরি অবতরণ ওই বিমানের। জানা গিয়েছে, সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে আকাশে ওড়ার পরই বিমানের জানলার কাচে চিড় লক্ষ্য করা যায়। তৎক্ষণাৎ অভিমুখ ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।

Mumbai Plane Crash Video : গোত্তা খেয়ে আছড়ে পড়ল বিমান, মুম্বইয়ে প্লেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছে দেশ! দেখুন ভিডিয়ো

বিমানবন্দর সূত্র মারফত খবর, এদিন সকালে স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু কলকাতা বিমান বন্দর থেকে উড়তে না উড়তেই আকাশে বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলে জানা গিয়েছে।

Kolkata To Cooch Behar Flight : নাইন সিটার বিমানে আশ মিটছে না রাজার শহরের

এরপরই পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায়, ৭টা ৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। বিমানটিতে মেরামতির কাজের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিমান সংস্থার তরফে ওই যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়।

আরও তথ্যের রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *