প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে চলল গুলি। উত্তর দিনাজপুরের পাঞ্জিপারা পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পাশেই তাঁর পঞ্চায়েতের অফিস। তার মধ্যেই এই ঘটনা। আহত প্রধানকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
Source link
![Panchayat Pradhan Shot At: দিনেদুপুরে জাতীয় সড়কের উপরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধান Panchayat Pradhan Shot At: দিনেদুপুরে জাতীয় সড়কের উপরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/09/20/437678-01.png)