TMC BJP Clash : পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ঘাটালে – tmc bjp clash for ghatal irpala gram panchayat samiti formation in paschim medinipur


Medinipur News : গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ঘাটালে। BJP গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও, বিজেপির বিরুদ্ধে পালটা গণ্ডগোল করার অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Medinipur Road Accident : BDO-র গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, শোকস্তব্ধ আধিকারিক
কী জানা যাচ্ছে?

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত উপ সমিতি গঠনের সময় তুমুল অশান্তি শুরু হয়। আজ, বুধবার ছিল ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন হওয়ার দিন। সেখানেই বাধে যত গণ্ডগোল। একে অপরের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলে।

Awas Yojana : খাতায়-কলমে নাম আবাসের তালিকায়, আজও বাড়ি জোটেনি মেদিনীপুরের ২৫০০ বাসিন্দার
পঞ্চায়েত কী ফলাফল?

জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতে ১৫ টি আসনের মধ্যে আটটি আসন পায় বিজেপি, সাতটি পায় তৃণমূল। সেই মতোই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। আর কয়েকদিন আগে এক বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দেয় তৃণমূলে। তারপরে আজ নতুন করে অশান্তির সূত্রপাত। বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী পোড়ে সহ বেশ কয়েকজন আহত তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে। যদিও ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধেই পাল্টা গণ্ডগোল পাকানো ও পেপার পত্র ছিঁড়ে প্রক্রিয়া বানচাল করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Paschim Medinipur : টাকার লোভেই শ্রীমতির সঙ্গে প্রেমের অভিনয় সৌরভের, পরে খুনের পরিকল্পনা
বিজেপি কী বলছে?

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, তৃণমূল চাইছে গণ্ডগোল পাকিয়ে এখানে পঞ্চায়েত উপ সমিতি গঠন করতে। আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরে ফেলে দিয়েছে। পঞ্চায়েত প্রধান অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ওরা গুন্ডামি করলে আমরাও ছেড়ে কথা বলব না।

তৃণমূল কী বলছে?

তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি জানান, ওরাই পঞ্চায়েতের উপসমিতি গঠনের প্রক্রিয়া বানচাল করেছে। আমরা চাই, শান্তিপূর্ণ ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হোক। ওরা সেখানে গণ্ডগোল পাকাতে চাইছে। আমাদের কর্মীদের মারধর করেছে ওরা।

‘জঙ্গলমহলে স্বশাসনের দাবি’! প্রমাদ গুনছে তৃণমূল বিজেপি?

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপ সমিতির গঠনের প্রক্রিয়ায় দুই তরফের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ঘাটাল থানার প্রচুর পুলিশ বাহিনী এসেও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বাধ্য হয়ে নামাতে হয় র‌্যাফ। দুই পক্ষের ঝামেলা থামাতে পুলিশকে ভালোরকম বেগ পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আতঙ্কের মধ্যেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জন্য এলাকায় পুলিশের টহলদারি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *