Uluberia News : TMC সাংসদের আবদনে সাড়া মোদী সরকারের! প্রাণ ফিরছে বাংলার প্রাচীন শিল্পের – howrah shuttle cock industry will be rejuvenate after trinamool congress mp sajda ahmed appeal to central government


বছর খানেক আগে থেকেই বাংলাদেশ থেকে হাঁসের পালক আসা বন্ধ হয়ে যাওয়ায় পালকের সমসায় ভুগছিল উলুবেড়িয়ার শাটল কক শিল্প। ফলে চরম সংকটের মুখে পড়ছিল উলুবেড়িয়ার প্রাচীন এই শিল্প। সমস্যা সমাধানের আর্জি নিয়ে উলুবেড়িয়ার এক ব্যবসায়ী সুশীল মণ্ডল। উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদের কাছে আবদেন জানিয়েছিলন। ব্যবসায়ীদের আবেদন লোকসভায় তুলে ধরেন তৃণমূল সাংসদ। সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন সাজদা।

Suvendu Adhikari News : ‘মমতাকে লুকিয়ে বুদ্ধবাবুর অনুরোধ রেখেছি…’, হলদিয়ায় বিস্ফোরক শুভেন্দু
তৃণমূল সাংসদের সেই দাবির পরিপেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলাদেশ থেকে পালক আমদানির ক্ষেত্রে ছাড় দিয়েছে। সূত্রের খবর ১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইনে শাটল ককের পালক ও পালকের কিছু অংশ আমদানির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সাংসদ সাজদা আহমেদকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়া খুশি উলুবেড়িয়ার ব্যবসায়ীরা।

উলুবেড়িয়ার শাটল কক ব্যবসায়ী সুশীল মণ্ডল বলেন, ‘লক ডাউনের পর থেকে হাঁসের পালক বাংলাদেশ থেকে আমদানি করা নিয়ে সমস্যার সূত্রপাত। পাখি পন্য জাতীয় সামগ্রী এই অজুহাত দেখিয়ে কাস্টমস এবং বিএসএফ বাংলাদেশ থেকে পালক আনতে বাধা দিচ্ছিল। ফলে ব্যবসায়ে ক্ষতি হচ্ছিল। চিনা শাটল কক বাজার দখল করতে শুরু করেছে। সেই কারণে আমরা সাংসদ সাজদা আহমেদের দারস্থ হয়েছিলাম।’

Mamata Banerjee Spain Visit Latest: ‘দেশের মধ্যে অর্থনৈতিক বৃদ্ধিতে এগিয়ে আমাদের রাজ্য, আতিথেয়তাতেও এগিয়ে বাংলা’, বার্সেলোনা শিল্প সম্মেলনে মন্তব্য মমতার
ওই শাটল কক ব্যবসায়ী আরও বলেন, ‘বাংলাদেশ থেকে পালকের আমদানিতে ছাড় দেওয়ায় অনেকটা সুবিধা হল ঠিকই। কিন্তু শাটল ককের উপর থেকে জিএসটি প্রত্যহার করে নিলে উলুবেড়িয়ার প্রাচীন এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে। তাতে এখানকার ব্যবসায়ীরাও লাভবান হবেন।’ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাসের সভাপতি তমাল ঘোষাল। তিনি বলেন, ‘শাটল কক শিল্প উলুবেড়িয়ার অন্যতম প্রাচীন কুটিরশিল্প। আমাদের আশা পালকের সমস্যা মিটে গেলে আগামীদিনে উলুবেড়িয়ার এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে।’

Hilsa Fish : পুজোয় বাংলাকে ৫ হাজার টন ইলিশ উপহার হাসিনার, কমবে দাম?
এই নিয়ে মুখ খুলেছেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ খানও। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শাটল কক ব্যবসায়ীদের পাশে রয়েছেন। তাঁরা আমার কাছে আবেদন করেছিল। প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশ থেকে পালক আমদানি করতে না পেরে সমস্যার মধ্যে পড়়েন। আমিও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কেন্দ্র আমার আবেদনে সাড়া দিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *