Uttar 24 Pargana News : ২৪ ঘণ্টায় কিনারা! শ্যামনগরের গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার প্রেমিক যুগল – jagatdal police solve the case of mysterious body found from digha ramnagar area


২৪ ঘন্টা কাটতে না কাটতেই অজ্ঞাত পরিচয় গৃহবধুর মৃত্যুর ঘটনার কিনারা করল জগদ্দল থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রেল স্টেশন থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় গৃহবধুর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছিল। জানা গিয়েছে, সেই মহিলার মৃত্যু রহস্যের তদন্তে নেমে পরিচয় খোঁজার কাজ শুরু করেন তদন্তকারীরা। পরিচয় খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায়। মহিলার নাম সুপ্রিয়া ঘোষ।

Howrah News : দ্বিতীয় বিয়ের পরেই প্রথম স্ত্রীকে সরাতে চাপ, ডোমজুড়ে তরুণী খুনের কিনারা পুলিশের
মৃত মহিলার বাড়ি শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায়। সেখানে একটি আবাসনের চারতলায় দিদির সঙ্গে থাকতেন তিনি। তদন্তকারী মহিলার বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কথা বলতে গেলে সুপ্রিয়ার বাড়ির লোকজন তদন্তকারীদের সঙ্গে কথা বলতে চাননি বলে অভিযোগ।

কিন্তু প্রতিবেশীরা জানায় এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিলেন সুপ্রিয়া। তাঁর এই মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই তাঁরাও হতভম্ব। তবে শুরু থেকেই তদন্তকারী পুলিশ আধিকারিকদের মনে হচ্ছিল এই মৃত্যুর পিছনে কোনও রহস্য লুকিয়ে রয়েছে। ‘মিসিং লিঙ্ক’ খুঁজতে তৎপর হন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

Mandarmani Beach Incident : মন্দারমণিতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের নেপথ্যে যৌন ব্যবসা? এখনও খোলেনি রহস্যের জট
বিশেষ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ব্যারাকপুর কমিশনারেট এলাকার অধীনস্থ শ্যামনগরের বাসিন্দা সুপ্রিয়া ঘোষ তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। ১৭ সেপ্টেম্বর পরিবারের তরফে জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকা থেকে মূল দুই অভিযুক্ত দীপশেখর বসু ও সুস্মিতা রায়কে গ্রেফতার করেছে। পুলিশ একপ্রকার নিশ্চিত সুপ্রিয়ার খুনের সঙ্গে এই দু’জন জড়িত।

Siliguri News : স্ত্রীকে খুন, ছোট্ট মেয়েকে নিয়ে পাড়া ভ্রমণ স্বামীর! শিলিগুড়িতে ‘ভয়ঙ্কর’ ঘটনা
ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ। কী কারণে তারা সুপ্রিয়াকে খুন করল তা জানার জন্য ধৃতদের পু্লিশের তরফে হেফাজতে চাওয়া হয়েছে। শুনানির পর বিচারক তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজের নামে সুপ্রিয়াকে দিঘায় নিয়ে যায় দীপশেখর। ধৃত দীপশেখর বরানগরের বাসিন্দা। দীপশেখরের সঙ্গে সুপ্রিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ হয় তাঁর বান্ধবী সুস্মিতার। সেই কারণে হোটেলের ঘরে তাঁকে গলা টিপে খুন করা হয়। আরও নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *