Uttar Dinajpur News : উত্তর দিনাজপুরে শ্যুট আউট! গুলিতে ঝাঁঝরা তৃণমূল পঞ্চায়েত প্রধান – tmc gram panchayat pradhan expired for shoot out at uttar dinajpur


দিনে দুপুরে শ্যুট আউট। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মহঃ রাহির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জীপাড়া এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়।

Raiganj News: স্কুলের মাঠে ছড়িয়ে ছিটিয়ে গুচ্ছ গুচ্ছ কন্ডোম! চক্ষু চড়কগাছ শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের
কী জানা যাচ্ছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পাঞ্জিপারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহঃ রাহিকে পঞ্চায়েত দফতরের সামনে রাস্তায় গুলি করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রধান। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে প্রথমে পাঞ্জিপারা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পেটে এবং হাতে গুলি লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।

Fish Market: ৮৬ কেজির দানবাকৃতির মাছ ঘিরে ব্যাপক হইচই, বিক্রি করে মালামাল ব্যবসায়ী
পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জিপারা ফাঁড়ির পুলিশ।

North Dinajpur News : চিকিৎসকদের হাতের লেখা বুঝতে অসুবিধা? রায়গঞ্জ হাসপাতালে চালু হল অভিনব ব্যবস্থা
স্থানীয় বাসিন্দারা কী বলছেন?

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মহম্মদ সাজ্জাদ আলম জানান, পাশের একটি রেশনের দোকানে আমি গিয়েছিলাম। হঠাৎ একটা গুলি চলার আওয়াজ শুনলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনও বরযাত্রী যাচ্ছে। এরপর মোট তিন রাউন্ড গুলি চলেছে। সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। মোট চারজন দুষ্কৃতী দুটি বাইক নিয়ে এসেছিল বলে জানান তিনি।

তৃণমূলের বক্তব্য

তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল অগরওয়াল জানান, প্রধান সাহেব নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন দুষ্কৃতীরা গুলি করে পালায়। কে বা কারা গুলি করেছে সেটা এখনই বলা যাবে না। পুলিশ তদন্ত করুক। পুলিশ তদন্তে করলেই বের হবে কে বা কারা গুলি চালিয়ে পালিয়েছে। তবে আমার মনে হয়, পরিকল্পনামাফিক এই কাজটা করা হয়েছে।

WB Panchayat Election 2023 : ‘ট্রমায় বিডিও’! দেবশ্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ!

স্থানীয় বিজেপি নেতৃত্ব কী জানাচ্ছে?

স্থানীয় BJP সহ সভাপতি সুরজিৎ সেন জানান, তৃণমূলের লোকজন স্লোগান তুলেছিল খেলা হবে। খেলাটা তৃণমূলের লোকজন নিজেদের মধ্যে ভালো ভাবে খেলছে। এক্ষেত্রে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এরকম ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তিনি জানান, শাসক দলের নেতারাই সুরক্ষিত নয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন তোলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *