Uttar Dinajpur News : মন্ত্রী জায়ার বিরুদ্ধে পুকুর দুর্নীতির অভিযোগ! গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তদন্তকারী অফিসাররা – uttar dinajpur pond scam investigating officers faced protest after reaching to village


ফের পুকুর খনন দুর্নীতির তদন্ত করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তদন্তকারী অফিসাররা। পুকুর দুর্নীতি মামলায় জেলা প্রশাসনের MGNREGA বিভাগের তদন্তকারী দলকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ২ নং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি সরিয়াবাদ এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এই পুকুর দুর্নীতি মামলার তদন্তে শুরু থেকেই গাফিলতি হয়েছে। প্রকৃত তদন্ত হচ্ছে না। নির্দিষ্ট পথে না গিয়ে এলোমেলো ভাবে তদন্ত করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

Recruitment Scam : ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! শিক্ষা দফতরের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র
গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার পুকুর দুর্নীতি মামলায় পরিদর্শনে এসেছেন সরকারি আধিকারিকরা। কিন্তু তাঁরা প্রকৃত জায়গায় না গিয়ে অন্য স্থান পরিদর্শন করছেন। গত বেশ কয়েকদিন আগেও একই অভিযোগে তদন্তকারী দলকে ওখানে আটকে রাখা হয়েছিল ওই এলাকায়। গ্রামবাসীদের আরও অভিযোগ, যাঁদের কোনও পুকুর নেই তাঁদের বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে পুকুরের মালিক হিসেবে তাঁদের তালিকাভুক্ত করা হয়েছে।

Assam News : ভুয়ো ওয়ার্ক অর্ডারের নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি! অসমে গ্রেফতার ১
এই ঘটনা নিয়ে আজগর আলি নামে এক অভিযোগকারী বলেন, ‘একাধিকবার পুকুর দুর্নীতি মামলায় এলাকায় পরিদর্শনে এসেছেন সরকারি আধিকারিকরা। কিন্তু তাঁরা সঠিক পথে তদন্তে করছেন না। প্রকৃত জায়গায় না গিয়ে অন্য স্থান পরিদর্শন করছেন। সেই কারণেই তদন্তকারীদের আটকে রাখা হয়েছে। সম্প্রতি প্রশাসনের তরফে একটি নোটিশ জারি করা হয়। পঞ্চায়েত সেই নোটিশ পাঠিয়েছে কয়েকজন গ্রামবাসীর বাড়িতে। যাঁরা কোনও পুকুরের মালিক নয়, তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।’

আজিজুল নামের এক গ্রামবাসীর কাছেও গিয়েছে নোটিশ। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘একটি নোটিশ এসেছে পঞ্চায়েত থেকে। যেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামে পুকুর রয়েছে। কিন্তু আদতে আমাদের নামে কোনও পুকুরই নেই। সরকারি অফিসাররা এলাকায় এলেও আমাদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। সেকারনে আধিকারিকদের আটকে বিক্ষোভ দেখান হয়েছে।’

Birbhum News: শাহরুখের ‘জওয়ান’ দেখে অনুপ্রাণিত! দুর্নীতি নিয়ে পোস্টার বীরভূমে, সমস্যার সমাধান চান স্থানীয়রা
প্রসঙ্গত, রায়গঞ্জ ব্লকের ২ নং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি সরিয়াবাদ এলাকায় ২১ টি পুকুর খননের প্রকল্প ঘিরে সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে তৎকালীন প্রধান ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যেৎস্না রানি বর্মনের বিরুদ্ধে। খাতায় কলমে ২১ টি পুকুর খনন কার্য সম্পন্ন দেখিয়ে প্রায় ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। সেই মামলার প্রক্ষিতেই এদিন তদন্তে আসেন আধিকারিকরা। তদন্তে চূড়ান্ত গাফিলতি হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *