Kolkata Airport : ডোমেস্টিক বিমান ধরা আরও সহজ! সিকিউরিটি চেক দ্রুত করতে পদক্ষেপ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের – more x ray scanners for security check to be installed inside calcutta international airport


দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক এয়ারপোর্ট। প্রত্যেকদিন অসংখ্য মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। তবে কলকাতা বিমানবন্দের যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ সিকিউরিটি চেকিংয়ের বিশাল লাইন নিয়ে। বিমান ধরার জন্য অনেক আগে পৌঁছলেও বিমানবন্দরে ঢুকতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় অন্তর্দেশীয় বা ডোমেস্টিক বিমানের যাত্রীদের। এবার যাত্রীদের সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সময় বাঁচাতে এবার পদক্ষেপ করা হল কর্তৃপক্ষের তরফে।

Kolkata Airport: আকাশে ওড়ার পর বিমানের কাঁচে চিড়! জরুরি অবতরণ কলকাতা থেকে মুম্বইগামী ফ্লাইটের
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে এক্স স্ক্যানারের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। গরমকালের মধ্যে ডোমেস্টিক টার্মিনালে এই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। সিকিউরিটি চেকের দীর্ঘ লাইনের সমস্যা থেকে যাত্রীদের রেহাই দিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দরের যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করার জন্য ১৪টি এক্স-রে মেশিন রয়েছে। সেখানে আরও ১২টি এক্সরে স্ক্যানার মেশিন বসানো হবে বলে জানা গিয়েছে।

কলকাতা বিমানবন্দরের ডিরেক্ট সি পট্টভি এ প্রসঙ্গে একটি ইংরেজি দৈনিককে বলেন, ‘ডোমেস্টিক সেকশনে আমরা আরও ১২টি এক্স রে স্ক্যানার মেশিন বসাব। শীতকালের আগেই ছয়টি বসিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। গরমকালের মধ্যে বাকিগুলি বসানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় থাকা CISF জওয়ানের সংখ্যাও আরও বাড়ানো হবে।’

Mumbai Plane Crash Video : গোত্তা খেয়ে আছড়ে পড়ল বিমান, মুম্বইয়ে প্লেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছে দেশ! দেখুন ভিডিয়ো
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিন ডোমেস্টিক সেকশন দিয়ে গড়ে ৫০ হাজার যাত্রী যাতায়াত করেন। সেখানে আন্তর্জাতিক সেকশন দিয়ে যাতায়াত করা যাত্রীর সংখ্যা মাত্র পাঁচহাজার। পট্টভি ওই ইংরেজি দৈনিককে আরও বলেন, ‘কোভিডের আগে ডোমেস্টিক সেকশন দিয়ে আরও বেশি যাত্রী যাতায়াত করতে। তুলনামূলকভাবে সেই সংখ্যা কমলেও দ্রুত যাত্রী সংখ্যা বাড়তে পারে।’

Taxi Service In Kolkata : কমতে পারে হলুদ ট্যাক্সির ভাড়া, ইঙ্গিত রাজ্যের পরিবহণমন্ত্রীর
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এর আগে টার্মিনাল দিয়ে ঢোকার সময় থেকে বোর্ডিং গেট অবধি পৌঁছতে যাত্রীদের এক ঘণ্টা সময় লাগত। তবে ইনলাইন ব্যাগেজ স্ক্যানিং ও DigiYatra পরিষেবা চালু হওয়ার পর থেকে আগের তুলনায় সময় কম লাগলেও তা পর্যাপ্ত নয়। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছে, DigiYatra চালুর আগে থেকে প্রবেশেক গেট থেকে যাত্রীদের লম্বা লাইন লেগে যেত। কিন্তু এপ্রিল মাস থেকে চেকইন তুলনামূলকভাবে দ্রুত হচ্ছে। পট্টভি জানিয়েছে, যাত্রীদের মাত্র ৪০ শতাংশ এখন DigiYatra পরিষেবা ব্যবহার করছেন। একটা বড় অংশের যাত্রীদের ব্যবহারের প্রতি অনীহা রয়েছে। অতিরিক্ত এক্স রে স্ক্যানার মেশিন ব্যবহার লম্বা লাইনের হাত থেকে রেহাই পাবেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *