Tourist Place in West Bengal : বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী – murshidabad kiriteshwari selected as best tourism village of india says mamata banerjee


রাজ্যে লগ্নি টানতে বিদেশ সফরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্পেন থেকে দুবাই ফেরার কথা রয়েছে তাঁর। দুবাইতে প্রবাসী বাঙালি ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিদেশ থেকেই রাজ্যের জন্য বড় ‘সুখবর’-এর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারর পর্যটন মন্ত্রক মুর্শিদাবাদ জেলার একটি গ্রামকে দেশের সেরা ‘টুরিজম ভিলেজ’ বা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে। এই খবর রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির, তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলার এই খেতাব জয়ে তাই স্পেন থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Spain Visit : পিয়ানো অ্যাকরডিয়নে ‘জয়’-এর সুর! মাদ্রিদের রাস্তায় অন্য মেজাজে মমতা, দেখুন ভিডিয়ো

নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল (টুইটার) থেকে এদিন এই সুখবরের কথা জানান মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে। ২০২৩ সালের ‘Best Tourism Village Competition’-এ আবেদনের ভিত্তিতে এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় মোট ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আমি কিরীটেশ্বরী গ্রামের সকল বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা।’

Mamata Banerjee Spain : লা লিগার সঙ্গেও মউ-ক্রিসমাসের মধ্যেই বাংলায় উৎপাদন শুরু স্পেনের টেক্সটাইল সংস্থাও, জানালেন মমতা
কিরীটেশ্বরী দেশের শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। কিরীটকোনা গ্রামে অবস্থিত কিরীটেশ্বরী মন্দিরে সারাবছরই ভক্ত সমাগম হয়। বিশেষ বিশেষ তিথিতে এখানে ভিড় উপচে পড়ে। দেবী পার্বতীকে এখানে বিমলা নামে পুজো করা হয়। দেবী পার্বতীর মুকুট এখানে পড়েছিল বলে পুরাণে কথিত রয়েছে। সেই কারণে স্থানীয়রা কিরীটেশ্বরী মন্দিরের দেবীকে মুকুটেশ্বরীও বলেন। কিরীটেশ্বরী মন্দিরে ভিতর দেবীরূপে পূজিত হওয়া শিলাখণ্ডকে প্রত্যেক বছর দুর্গাপুজোর অষ্টমীতে বিশেষভাবে স্নান করে পুজো করা হয়। স্থানীয়দের দাবি, প্রায় হাজার বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। দেশের সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হওয়ায় এখানে আগামী দিনে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee Dubai Visit: স্পেন সফর শেষে এবার মরুশহরে মুখ্যমন্ত্রী,বাংলায় লক্ষ্মী আনতে একাধিক কর্মসূচি
উল্লেখ্য, সম্প্রতি UNESCO World Heritage-এর তকমা পেয়েছে বীরভূমের শান্তিনিকেতন। রবিবার UNESCO-র তরফে টুইট করে এই কথা জানানো হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তিলে তিলে গড়ে উঠছিল শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। স্পেন থেকে এই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে হেরিটেজ তকমা পাওয়ার জন্য রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মমতা জানান, তাঁর সরকার বিগত ১২ বছর ধরে শান্তিনিকেতনের পরিকাঠামো উন্নত করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *