WBTC Bus Ticket : সরকারি AC বাসে সারপ্রাইজ ভিজিট, জরিমানা টিকিটহীন যাত্রী ও কন্ডাক্টরকে! দেখুন ভিডিয়ো – ticket checking in wbtc ac bus checker has fined passenger and conductor video trending in social media


সরকারি এসি বাসে টিকিট না কাটায় জরিমানা যাত্রীর। কড়া পদক্ষেপ বাসের কন্ডাক্টরের বিরুদ্ধেও। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে বিভিন্ন কমেন্ট করছেন নেটিজেনরা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সরকারি এসি বাসে এক যাত্রীকে টিকিট না কাটার জন্য রীতিমতো ধমক দিচ্ছেন টিকিট পরীক্ষক। জরিমানা চালানও কাটছেন তিনি। ভিডিয়োক ক্যাপশান অনুযায়ী ওই যাত্রী ৩৫ টাকার টিকিট কাটেননি বলে অভিযোগ। তার জন্য ৬০০ টাকা জরিমানা করেন টিকিট পরীক্ষক। একইভাবে কর্তব্য পালন না করা জন্য বাসের কন্ডাক্টরকেও ধমক দেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর সম্পা বিশ্বজিৎ মণ্ডল নামে এক ইউজারের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Airfares Hike: পুজোর আগে তিন গুণ বাড়ল প্লেনের টিকিটের দাম! কম খরচে যাওয়া যাবে কোন রুটে?
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই প্রচুর মানুষ সেটি শেয়ার করতে থাকেন। সঙ্গে কমেন্ট বক্সে আসতে থাকে একের পর এক প্রতিক্রিয়া। বিশ্বজিৎ মহাপাত্র নামে এক ইউজার লেখেন, ‘সব সরকারি বাসে চেকিং করা উচিত। ৬০ টাকার জায়গায় মাত্র ২০-৩০ টাকা দিয়ে বাসে যাতায়াত করে বেশিরভাগ যাত্রী। এসে বাসের কর্মীরও যুক্ত।’ তাপস নস্কর নামে অপর এক ইউজার আবার লিখেছেন, ‘এটা অন্যায়, ভিড় বাসে পিছনের লোক সামনে এসে কী ভাবে টিকিট কাটবে? কেউ টিকিট ফাঁকি দেয় না। এটা ইনকামের একটা কৌশল মাত্র বলে আমি মনে করি।’


WBTC Puja Parikrama 2023 : সরকারি এসি বাসে পুজো পরিক্রমার দারুণ সুযোগ, সঙ্গে মিলবে ব্রেকফাস্ট-লাঞ্চও
সূত্রের খবর, কয়েক বছর আগে সরকারি বাসে চেকিংয় বেশ ভালভাবেই দেখা যেত। বিশেষত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে প্রায়শই হত এই ধরণের চেকিং। তবে দিনে দিনে তার পরিমাণ কমতে থাকে। যাত্রীদের একাংশের দাবি, অনেক সময় খুচরো সমস্যার কারণে নির্দিষ্টি ভাড়ার চেয়ে কম টাকা নেন কোনও কোনও কন্ডাক্টর। কিন্তু টিকিট দেন না। ভাড়া না নেওয়া বা ভাড়া কম নেওয়ার কারণে আয় কম হয় সরকারের। দীর্ঘদিন এইভাবে চলতে চলতে কোনও কোনও সময় বন্ধও করে দিতে হয় সংশ্লিষ্ট রুট।

Indian Railways: বদলে গিয়েছে বাচ্চাদের হাফ টিকিটের নিয়ম! RTI-এ ফাঁস রেলের কোটি কোটি টাকার লাভ
বছর কয়েক আগেও কলকাতায় এই ধরণের একটি চেকিংয়ের খবর প্রকাশ্যে আসে। সেখানে দৃষ্টিহীন সেজে বাসে চেপেছিলেন টিকিট পরীক্ষক। কন্ডাক্টর টিকিট দেওয়ার সময় কারচুপি করতেই পাকড়াও করেন তিনি। এক্ষেত্রে যাত্রীরা টিকিট না কাটলে যেন জড়িমানার নিয়ম রয়েছে, তেমনই কন্ডাক্টরও যদি টিকিট না কাটেন, তাহলে তাঁকেও দিতে হবে জরিমানা। এমনকী চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত হতে পারেন ওই কন্ডাক্টর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *