গৌরী এল দিয়ে কাউন্টডাউন শুরু রক্তবীজের – raktabeej new song gouri elo released watch video


এই দুর্গা পুজোয় উইন্ডোস-এর ফের বড় ধামাকা। বহু বছর পর ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বড় পর্দায় ফিরিয়ে আনলেন নন্দিতা-শিবপ্রসাদ। মাল্টি স্টারার রক্তবীজ মুক্তি পাবে দুর্গা পুজোয়। তার আগে মুক্তি পেল ছবির গান গৌরী এল…। এই ছবিতে জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। আছেন অনুষূয়া মজুমদার, অম্বরিশ ভট্টাচার্য, দেবলীনা কুমার, কাঞ্চন মৈত্র। গৌরী এল গানটি দোহারের সুরে বাঁধা। আপনি রেডি তো পুজোয় অ্যাড্রেনালিন রাশের জন্যে? ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির একটি গান, ‘গোবিন্দ দাঁত মাজে না’। ‘গৌরী এল’-এই ছবির দ্বিতীয় গান। ছবির গল্পে তুলে ধরা হবে পুজোর প্রত্যেকটা দিনকেই। আর এই গানটিতে মিশে রয়েছে পুজোর আবহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *