Nipah Virus : ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝে স্বস্তি! বেলেঘাটা আইডিতে ভর্তি রোগীর নিপা ভাইরাস রিপোর্ট নেগেটিভ – nipah virus report comes negative of a patient admitted at beleghata id hospital


কলকাতাবাসীর জন্য সুখবর! কেরল থেকে আসা পরিযায়ী শ্রমিকের Nipah Virus রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর। পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি থেকে আসা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Durga Pujo Fashion 2023 : প্যান্ডেল হপিংয়ের ফ্যাশনেও এ বার চন্দ্রযান-৩ এর প্যাশন
কী জানা যাচ্ছে?

কেরল থেকে পরিযায়ী শ্রমিক ফিরেই অসুস্থ হয়ে পড়েন। তিনি বেলেঘাটা আইডি হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি হন। তিনি নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়া জোড়া ফলার মধ্যে এবার নিপা ভাইরাস নিয়েও আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আশঙ্কা নিরসনে স্বস্তি মিলেছে এবার। ওই ব্যক্তির নিপা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

Weather Update : ৫ জেলায় অরেঞ্জ অ্যালার্ট, নিম্নচাপের ফাঁড়ায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! কবে অবধি ভোগান্তি?
নিপা নিয়ে আতঙ্ক

ওই ব্যক্তি টানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তাঁর দুটি পা ফোলা ছিল। ফুসফুসে সংক্রমণ পাওয়া যায় ওই ব্যক্তির। জানা যায়, কেরলে কাজের জন্য গিয়েছিলেন ওই শ্রমিক। তিনি কলকাতায় ফেরার পরেই অজানা জ্বরে আক্রান্ত হন। কিছু উপসর্গ দেখে নিপা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আশঙ্কা শুরু হয়। কেরলে তিনি যেখানে কাজ করতেন সেখানে অনেকেই নিপা ভাইরাস আক্রান্ত ছিলেন বলে আশঙ্কা আরও বাড়তে থাকে।

Leaps And Bounds Case : ‘টলিউডের একজন জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়…’, লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে মন্তব্য বিচারপতি সিনহার
চিকিৎসকরা কী জানাচ্ছেন?

চিকিৎসকরা জানাচ্ছেন, ফ্রুট ব্যাটস নামে এক ধরনের বাদুড় থেকে এই ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাস আক্রান্ত হলে ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হচ্ছে। তার সঙ্গে এনকেফেলাইটিস আক্রান্ত হচ্ছেন তিনি। ৭০ থেকে ৮০ শতাংশ আক্রান্ত মানুষ এক্ষেত্রে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বলেই আশঙ্কা বাড়ছে। এই ভাইরাসের নির্দিষ্ট কোনও চিকিৎসা ব্যবস্থা নেই। সেই কারণেই বেড়ে চলেছে আতঙ্ক। যদিও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা খুব কম।

সপ্তম শ্রেণির পড়ুয়ার মৃত্যু! ডেঙ্গি আতঙ্কে কাঁপছে দক্ষিণ দমদম!

কী ভাবে আক্রান্ত হন মানুষ?

জানা গিয়েছে, ফ্রুট ব্যাটস নামক বাদুড়ের খেয়ে যাওয়া ফল কোনও ব্যক্তি খেলে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন। এছাড়াও বাদুড়ের প্রস্রাব করে যাওয়া ওই ফলের রস খেলেও নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন ওই ব্যক্তি। খেজুরের রস তাড়ি থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে জ্বর এলেই তাঁদের পরীক্ষা করানো প্রয়োজন। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে পুজোর আগে নতুন করে নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হলেও পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি থেকে আসা রিপোর্টে অনেকটাই স্বস্তি মিলল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *