WBTC Bus: টিকিট ছাড়া সরকারি বাসে যাতায়াত, কত টাকা জরিমানা হবে? ঘোর বিপদ কন্ডাক্টররেও – wbtc sbstc authority to fine ticketless bus passengers know the details


ঘটনা-১, একটি জনপ্রিয় রুটের এসি বাস। বিধাননগর থেকে রুবি পর্যন্ত ভাড়া ২৫ টাকা। যাত্রীকে পাঁচ টাকা খুচরো দিতে গিয়ে ফাঁপড়ে পড়তে হল কন্ডাক্টরকে। ২০ টাকা দিয়ে গন্তব্যে পৌঁছে গেলেও টিকিট চাইলেন না তিনি।

ঘটনা-২, হাবড়া-দুর্গাপুর রুটে সকালের বাস। হাবড়া থেকে বামনগাছি-বারাসত অবধি সওয়ার অনেক মহিলা যাত্রীই ১০-১৫ টাকা দিয়েই যাত্রা করলেন। টিকিট নিলেন না কেউ।


রাজ্যে একটা সময় এই ট্রেন্ড ছিল ভয়াবহ। এখন কমলেও অভ্যাস পুরো বদলায়নি। আর পরিণতি? লাভের মুখ না দেখায় একের পর এক রুট বন্ধ হয়েছে। যাত্রীদের একাংশের অভিযোগ, কিছুজনের সঙ্গে কন্ডাক্টরের যোগসাজশেই বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে। টিকিট বিক্রি এক সময় উল্লেখযোগ্যভাবে কমায় টিকিট পরীক্ষক নামানো হয়। একসময় ব্যাপকভাবে অভিযান চালানো হত WBTC , SBSTC- র বাসে।

WBTC Bus : রাজ্যে আরও ১২টি রুটে সরকারি বাস, বড় ঘোষণা পরিবহণ দফতরের
সম্প্রতি সরকারি এসি বাসে টিকিট না কাটায় জরিমানা দিতে হয়েছে এক যাত্রীকে। কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বাসের কন্ডাক্টরের বিরুদ্ধেও। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

SBSTC Bus : যাত্রী পরিষেবার সঙ্গে পরিবেশ রক্ষায় জোর! CNG চালিত সরকারি বাস এবার জেলায়
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সরকারি এসি বাসে এক যাত্রীকে টিকিট না কাটার জন্য রীতিমতো ধমক দিচ্ছেন টিকিট পরীক্ষক। জরিমানা চালানও কাটছেন তিনি। ভিডিয়োতে ক্যাপশান অনুযায়ী, ওই যাত্রী ৩৫ টাকার টিকিট কাটেননি বলে অভিযোগ। তার জন্য জরিমানা করেন টিকিট পরীক্ষক। একইভাবে কর্তব্য পালন না করার জন্য বাসের কন্ডাক্টরকেও ধমক দেওয়া হয়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

WBTC Puja Parikrama 2023 : সরকারি এসি বাসে পুজো পরিক্রমার দারুণ সুযোগ, সঙ্গে মিলবে ব্রেকফাস্ট-লাঞ্চও
কত টাকা দিতে হয় টিকিট না কেটে ধরা পড়লে? দফতর সূত্রে খবর, যাত্রীরা টিকিট ফাঁকি দিলে ২০০ টাকা জরিমানা করা হয়। কন্ডাক্টর টিকিট না কাটলে যাত্রী-পিছু জরিমানা ধার্য হয়, সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। চাকরি পর্যন্ত চলে যেতে পারে। এমনকী মোটা টাকাও জরিমানা হতে পারে। কন্ডাক্টরের ব্যাগে টিকিট বিক্রির টাকা ছাড়া এসি বাসের ক্ষেত্রে অতিরিক্ত ২০০ টাকা এবং সাধারণ বাসের ক্ষেত্রে ১০০ টাকা থাকতে পারে। এর বাইরে চালক ও কন্ডাক্টার ব্যক্তিগত একশো টাকা পর্যন্ত রাখতে পারে। WBTC-র ডেপুটি এম ডি সৌমেন মাইতি এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে বলেন, ‘ এক্ষেত্রে যাত্রীদেরকে জরিমানা করা হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অনেক রকম পদক্ষেপ করা যায়। বহু জায়গায় এরকম সারপ্রাইজ ভিজিট হয়। রুটিনমাফিক এই জিনিস চলে আসছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *