West Bengal Rain Alert : ৫ জেলায় অরেঞ্জ অ্যালার্ট, নিম্নচাপের ফাঁড়ায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! কবে অবধি ভোগান্তি? – west bengal rainfall chances are high orange alert issued in several districts


বৃহস্পতিবার কলকাতাসহ রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজেছিল। শুক্রবারও দুর্যোগ কাটার কোনও লক্ষণ নেই। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী সোমবার অবধি ঝেঁপে বৃষ্টির সাক্ষী থাকবে গোটা রাজ্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী সোমবার অবধি রাজ্যের একাধিক জেলা বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। এমনকী বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Ajker Weather 17 Sep 2023 : রবি-সোমে বৃষ্টির ব্যাটিং, কোন কোন রাজ্য লাল সতর্কতা জারি? জেনে নিন
আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সোমবার অবধি বৃষ্টি চললেও শুক্র ও শনিবার বর্ষণের পরিমাণ বাড়বে।

Ajker Weather 15 Sep 2023 : বৃষ্টি থামার নামগন্ধ নেই! দিল্লিতে ঝোড়ো হাওয়া, ভাসছে বাংলা-ওডিশা
আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি পাতের সম্ভাবনা সব থেকে বেশি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের জারি কমলা সতর্কতা

বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে।

Weather Forecast Monday : ঘনিয়েছে নতুন ঘূর্ণাবর্ত, সোম-মঙ্গলে রাজ্যে রাজ্যে বৃষ্টির রেড অ্যালার্ট
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা?

সোমবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বভাস জারি করেছে হাওয়া অফিস। শনিবার অবধি বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলা হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়ার হালহকিকত

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, শুক্রবার কলকাতায় অধিকাংশ সময়ই মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্র ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শুক্রবারের কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শহরের ট্রাফিকে প্রভাব ফেলতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *