Biometric Fingerprint : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব রাজ্যের মহিলার! নেপথ্যে বায়োমেট্রিক ক্লোনিং? – howrah woman lost all her money in cyber crime police started probe


রাজ্যে একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটছে। গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য হাতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে সাইবার প্রতারকরা। গ্রাহকের অজান্তেই তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। দিনের পর দিন এই ধরনের ঘটনা বেড়েই চলছে। সাইবার অপরাধীদের কী ভাবে আটকানো সম্ভব তা খুঁজে বের করতে জেরবার পুলিশ। কয়েকদিন আগেই হাওড়া জেলার উলুবেড়িয়া বাসুদেবপুরেরের এক ব্যবসায়ীর বায়োমেট্রিক জালিয়াতি করে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। আর এবার বায়োমেট্রিক জালিয়াতির খপ্পরে ওই জেলারই বহিরা বরডাঙার দুই বাসিন্দা।

Aadhaar Biometric Fraud : ফের বায়োমেট্রিক প্রতারণার ‘ছোবল’! অ্যাকাউন্ট থেকে কষ্টের টাকা উধাও রাজ্যের ব্যবসায়ীর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহিরা বরডাঙার দুই বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। টাকা খোয়া যাওয়ার ভয়ে অনেকেই রাতারাতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিতে শুরু করেছে। এই ঘটনা স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত বলে জানা গিয়েছে।

Aadhaar Bank Fraud : ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র থেকে বায়োমেট্রিক চুরি? টাকা খুইয়ে বিপাকে হুগলির প্রৌঢ়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহিরা বরডাঙার বাসিন্দা শেখ মমতাজের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। বাড়ি থেকে তাঁর ব্যাঙ্কের দূরত্ব অনেকটাই হওয়ায় তিনি বাড়ির কাছাকাছি একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকার লেনদেন করতেন। জানা গিয়েছে, গত ১৭ তারিখ তিনি টাকা তুলতে গ্রাহক পরিষেবা কেন্দ্রে গেলে জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা নেই। তাঁর অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয় গ্রাহক পরিষেবা কেন্দ্রের তরফে। শুনে হকচকিয়ে যান ওই মহিলা। শেখ সরিফুল নামে আরও এক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সাফ করে দিয়েছে প্রতারকরা। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ও তাঁর পরিবার। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার জানিয়েছে, কয়েক বছর আগে একটি জমি রেজিস্ট্রির জন্য আঙুলের ছাপ দেন ওই মহিলা।

Aadhar Card Fraud Case : বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকউন্ট সাফ! কী ভাবে ঠেকাবেন Aadhar প্রতারণা, জানাল কলকাতা পুলিশ
রেজিস্ট্রিতে ব্যবহৃত আঙুলের ছাপেই লুকিয়ে বিপদ?

শেখ মমতাজের ছেলে শেখ ফরিদুল বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর অ্যাকাউন্ট থেকে ৯ হাজার টাকা তোলা হয়েছিল। তারপর ১৭ সেপ্টেম্বর গ্রাহক সেবা কেন্দ্রে টাকা তুলে যান মা। টাকা তুলতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর অ্যাকউন্টে কোনও টাকা নেই। এক বছর আগে একটি জমি রেজিস্ট্রির জন্য উলুবেড়িয়া রেজিস্ট্রি অফিসে মা আঙুলের ছাপ দিয়েছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *