Dhupguri TMC MLA Oath : ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন! ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত – rajbhavan invites dhupguri mla nirmal chandra roy for oath create controvery in state


রাজ্যর বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বেনজির সংঘাতের সাক্ষী থেকে বঙ্গবাসী। এবার নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরেও তুঙ্গে তরজা। ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথ নিয়ে ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিবেশ। সূত্রের খবর, শনিবার বিকেলে নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণের প্রস্তুতি সেরে ফেলেছে রাজভবন। যদিও সরকার ও বিধানসভা কর্তৃপক্ষের দাবি তারা এই বিষয়ে কিছুই জানেন না। তাৎপর্যপূর্ণভাবে একই দাবি করেছেন বিধায়ক নির্মলচন্দ্র রায়ও।

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বে এবার নয়া মোড়, HRMS-র মাধ্যমে নিয়ন্ত্রণে শিক্ষকরা?
৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় ধূপগুড়ি বিধানসভা নির্বাচনের ফলাফল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে প্রায় ৪ হাজার ৪০০ ভোটে জয়ী হন তৃণমূলের নির্মলচন্দ্র। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ১৫ দিন কেটে গেলেও এখনও তিনি শপথ নিতে পারেননি। তারমধ্যে নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজভবন প্রস্তুতি সেরে ফেলেলও নির্ধারিত সময় বিধায়ক সেখানে শপথগ্রহণের জন্য এসে পৌঁছবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

West Bengal Panchayat Salary : পঞ্চায়েত সদস্যদের জন্য ‘বড়’ উপহার! পুজোর মাস থেকেই অর্থলাভ
বিধায়কের শপথগ্রহণ ঘিরে এই টানাপোড়েনের মধ্যে ফের একবার নবান্ন-রাজ্যপাল সংঘাতের পরিবেশ। রাজভবনের দাবি, নবনির্বাচিত বিধায়ককে ফোন করে শপথগ্রহণের কথা জানানো হয়েছে। যদিও রাজভবনের এই অতিসক্রিয়তা মোটেও ভালো চোখে দেখছে না সরকার। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি পরিষদীয় মন্ত্রী হয়েও এই বিষয়ে কিছু জানি না। আমার দফতরকেও কিছুই জানানো হয়নি। পরিষদীয় দফতরের প্রধান সচিবও ও বিধানসভার অধ্যক্ষও জানেন না। সরাসরি জয়ী প্রার্থীকে রাজভবন থেকে ফোন করা হচ্ছে। নির্মলচন্দ্র আমাকে ফোন করে জানতে চান কবে তিনি শপথ নেবেন। আমি তাঁকে বলি এখনও দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। বিধানসভায় বিধায়কের শপথগ্রহণ দীর্ঘদিনের প্রথা। এই রাজ্যপাল নানা ধরনের সাংবিধানিক সংকট তৈরি করছেন। এটা মোটেই কাম্য নয়।’

অন্যদিকে জয়ী তৃণমূল প্রার্থী বলেন, ‘রাজভবন থেকেই কিছু জানানো হয়নি। তাই শপথগ্রহণের জন্য সেখানে যাওয়ার কোনও প্রশ্নই নেই।’ দু’পক্ষের এই বক্তব্যের পর শপথগ্রহণ নিয়ে জটিলতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষ করে রাজ্য ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

VC Recruitment : সুপ্রিম হস্তক্ষেপে আপাত স্বস্তি, তবু ভিসি নিয়োগে অনেক ধন্দ
রাজনৈতির বিশ্লেষকদের দাবি, রাজ্যের প্রধান অনুযায়ী বিধায়কদের শপথগ্রহণ বিধানসভাতেই হয়। স্পিকার নির্বাচিত হওয়ার আগে প্রোটেম স্পিকার নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। স্পিকার নির্বাচন প্রক্রিয়া হলে নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করান তিনি। রাজ্যপাল সাধারণত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তবে নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে যে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হল, তা আর বলার অপেক্ষা রাখে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *