কী ভাবে খুন?
জানা গিয়েছে বৃদ্ধের BMW গাড়ি নিয়ে সৌরভ দিঘা গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। সূত্রের খবর, বন্ধুদের নিয়ে দিঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধের থেকে BMW গাড়িটি চেয়েছিল সৌরভ। বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ যেতে বলে। সেই মতো ১৫ তারিখ অর্থাৎ গত শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় সে। গিয়ে দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া। এরপরই পাঁচিল টপকে ভিতরে ঢোকে সৌরভ। তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে যে সে ভেতরে ঢুকলো কী করে? গাড়ি দেওয়া নিয়ে সৌরভের সঙ্গে বচসাও বাধে বৃদ্ধের।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ অপমানজনক কথা বলায় প্রথমে সে তাকে ধাক্কা মারে। তাতে বৃদ্ধের মাথায় আঘাত লাগে। এরপরেই গলা টিপে বৃদ্ধ সে খুন করে। খুনের পর বৃদ্ধের ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নেয় সৌরভ। তারপর গ্যারেজ কুলে গাড়ি নিয়ে চলে যায় সে। প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসতে যায়, তারপর সেখান থেকে বন্ধুদের নিয়ে দিঘায় যায়। দিঘার বন্ধুদের নিয়ে আনন্দ ফূর্তির পর সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। গতকাল ফরেন্সিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়ি থেকে ওই বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কল্যাণ ভট্টাচার্য এখটি পোষ্যকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। তার একটি BMW গাড়িও ছিল বলে জানা যায়। তবে তার জন্য কোন নির্দিষ্ট চালক ছিল না বলেই জানা যায় এলাকা সূত্র। সেক্ষেত্রে এক এক সময়, এক একজন চালক চালাতেন গাড়িটি। কল্যাণবাবু পাড়ার কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না বা মিশতেন না। স্থানীয়রা জানান, বাগান বাড়ির গেট প্রায় সবসময়ই বন্ধ থাকত। কখন সেই গেট খোলা হত কারও জানা নেই।