গোটা ঘটনা নজরে আসার পর ১৩ সেপ্টেম্বর জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন BJP বিধায়ক। যদিও তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তার অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে সকলকে সাবধান ও সতর্ক থাকার বিষয়টি প্রচার করছেন।
তবে পবনের ঘনিষ্ঠ মহলের দাবি, অভিযোগ জানানোর পর এক সপ্তাহ হয়ে গেলেও এখনও অবধি অপরাধীদের চিহ্নিত করা যায়নি। পুলিশের তরফে সেরম কোনও উত্তর পাওয়া যায়নি বলেও দাবি পবন অনুগামীদের। BJP বিধায়ক নিজেও পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি তাঁর নামে খোলা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সকলকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, জগদ্দল থানার পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরা তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন বলেন, ‘আমার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়েছে। বন্ধুদের থেকে আমি বিষয়টি জানতে পারি। তখনই পদক্ষেপ করার কথা ভেবেছিলাম। আমি সরাসরি সাইবার ক্রাইমে যায়নি। কারণ আমার দায়িত্ব প্রথমে স্থানীয় থানাকে জানানো। জগদ্দল থানার আইসির সঙ্গেও আমার কথা হয়েছে। থানার তরফে আমাকে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পুলিশ জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। শুধু আমি একা নয়, পরিচিতদের নামে এমন ভুয়ো অ্যাকাউন্ট খুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে।’
সাংবাদিকদের ভুয়ো ফেসবুক প্রোফাইল নিয়ে তিনি আরও বলেন, ‘১২ সেপ্টেম্বর আমরা এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে এই কথা জানতে পারি। ওই প্রোফাইল থেকে অনেককেই মেসেজ করে টাকা চাওয়া হয়েছে। আমাকে স্ক্রিনশট পাঠানো হয়। আমি এখানে ছিলাম না। পুলিশে অভিযোগের চিঠি লিখে আমি আমার সহকারীকে দিয়ে গিয়েছিলাম। ফেসবুকে আমার একটাই প্রোফাইল রয়েছে। আমি সবাইকে সচেতন করতে চাই। এরম কোনও মেসেজ এলে সবাই সতর্ক থাকুন। পুলিশ এই বিষয়ে আরও সক্রিয় হলে ভালো হত।’