কী ঘটনা ঘটেছে?
শুক্রবার সকাল বেলায় উত্তর দমদম অঞ্চলের এক রোগীকে শ্বাসকষ্ট জনিত চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার। সেখানে আইসিসিইউতে বেড দেওয়ার নাম করে ছয় হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। রোগীর পরিবারের থেকে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে পরিবারের লোকেরা জানায়। তারপরে মদন মিত্র হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই রোগীকে আই সি সি ইউ তে ভর্তি করার ব্যবস্থা করে। তারপরেই সেই রোগী মারা যায়।
হাসপাতালে আসেন মদন
সেই খবর পেয়ে মদন মিত্র রাত্রিবেলায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আসে এবং দালাল রাজের বিরুদ্ধে প্রতিবাদ করেন। দালাল রাজের জন্য হাসপাতালে পরিকাঠামো ভেঙে পড়ছে রাত্রিবেলায় ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে গেল দালালের মাধ্যমে নিতে হচ্ছে বেশি পয়সা দিয়ে। এই অভিযোগও মদন মিত্র করেন।
কী জানালেন তিনি?
মদন মিত্র বলেন, কালকের থেকে আমার দলের লোকেরা হাসপাতালে পর্যবেক্ষণ করবে। পুলিশের সঙ্গে থেকে এই দালাল রাজ বন্ধ করবার জন্য। দালালদেরকে ধরতে পারলে তাদেরকে রাস্তায় মানুষের সামনে দাঁড় করাবে। দালালের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন মদন মিত্র। সরকারের পক্ষ থেকে এই হাসপাতালকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে আইসিসি ইউ বেড সংখ্যা বাড়ানো হয়েছে সেখানে এইভাবে দালাল রাজ মানা যাবে না যেখানেই দালালরাজের বিরুদ্ধে খবর পাব সেখানে তার প্রতিবাদ করব বলে জানান মদন মিত্র।
সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যু
চলতি বছরে মার্চ মাসে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয় রোগীর পরিবারের তরফে। শ্বাসকষ্টের রোগীকে নিয়ে ইসিজি করানোর সময় তাঁর মৃত্যু হয়। উপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়। রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।