Mamata Banerjee at Dubai : ‘অ্যায় মেরে বতন কে…’, দুবাইয়ে প্রবাসীদের বৈঠকে মমতার গলায় দেশাত্মবোধের সুর – mamata banerjee sang patriotic songs at diaspora meet in dubai


স্পেন, বার্সেলোনা হয়ে দুবাইয়ে বাণিজ্য বৈঠকে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পগোষ্ঠী লুলুর এগ‌্‌জিকিউটিভ ডিরেক্টর আশরফ আলি এবং আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েয়াউদির সঙ্গে বৈঠকের পর প্রবাসীদের সঙ্গে মিলিত হন তিনি। সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর গলায় উঠে এল দেশাত্মবোধক গান।

Mamata Banerjee Dubai Visit: স্পেন সফর শেষে এবার মরুশহরে মুখ্যমন্ত্রী,বাংলায় লক্ষ্মী আনতে একাধিক কর্মসূচি
দুবাইয়ে দেশাত্মবোধক গান

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সেখানেই দেশাত্মবোধক গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে হিন্দি ও বাংলা উভয় গানেই গলা মেলান তিনি। ‘ প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে…’ থেকে শুরু করে এ মেরে বতন কে লোগো…’ সুরের মূর্ছনায় ভাসতে দেখা যায় তাঁকে।

Suvendu Adhikari : ‘মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের খরচ কত?’ জানতে চাইলেন শুভেন্দু অধিকারী
বাংলার মাটি, বাংলার জল

অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, পয়লা বৈশাখ আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব। আগামী বছর থেকেই এটি পালিত হবে। এছাড়া বাংলার মাটি, বাংলার জল গানটিকে আমাদের রাজ্যের জাতীয় গান হিসেবে গণ্য করা হয়েছে। এরপরেই এক সাংবাদিককে ডেকে নিয়ে দর্শকদের উদ্দেশে গান ধরেন তিনি।

Tourist Place in West Bengal : বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী
গানের মূর্ছনায় মুখ্যমন্ত্রী

প্রাণ ভরিয়ে গানের সঙ্গে গলা মেলান তিনি। এরপরেই তিনি নিজেই জানান, দু লাইন প্রবাসীদের জন্য দেশাত্মবোধক গান গাইবেন তিনি। তিনি বলেন, ‘এটা আপনাদের কাছে আমাদের ভালোবাসার প্রকাশ।’ এরপরেই এ মেরে বতন কে লোগো…’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান তিনি। অনুষ্ঠানের শেষে বাংলার মাটি, বাংলার জল সমবেত ভাবে এবং দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রবাসীদের জন্য বিনিয়োগের আহ্বান

প্রবাসীদের নিয়ে বৈঠকেও রাজ্যে বিনিয়োগের জন্য আবেদন রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আপনাদের জন্য আমরা বাংলায় অনেক কিছু তৈরি করেছি। আপনারা ফিরে আসুন। আপনাদের আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি ট্রানজিট প্যাসেঞ্জার হয়ে আগে অনেক বার দুবাই এসেছি। তবে এই প্রথম সাধারণ নাগরিকের মতো এলাম। আমি ডাক পেলে আবার আসব।’ বলে জানান মুখ্যমন্ত্রী।

‘অ্যায় মেরে বতন কে লোগো’

বাংলায় ইউনেস্কো স্বীকৃতি থেকে শুরু করে পর্যটন থেকে শুরু করে একাধিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কথা তুলে ধরেন তিনি। দুবাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের তরফে এদিন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। বাংলার প্রবাসীদের কোনওরকম অসুবিধার জন্য বাংলার সরকার পাশে থাকবে এবং তাঁদের জন্যে ‘আপন বাংলা’ অ্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *