Siliguri News : ‘চোর বলবে না, ছিনতাই করি!’ ‘পুষ্পা’র ডায়লগ শুনে হাসি চাপতে পারলেন না পুলিশকর্মীরা – a man arrest in a theft case said pushpa movie dialogue in siliguri matigara


বছর দুয়েক আগে ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির সেই বিখ্যাত সংলাপটি মনে আছে? ‘পুষ্পা রাজ, ঝুকেগা নেহি’! আল্লু অর্জুন অভিনীত সেই ছবিটি বক্স অফিসে তো হিট হয়েইছিল, সঙ্গে তাঁর এই ডায়লগ ঘুরতে শুরু করে দর্শকদের মুখে মুখে। এমনকী ছবিটি মুক্তির পর এতদিন হয়ে গেলেও, একইরকম জনপ্রিয় আল্লু অর্জুনের এই বিখ্যাত সংলাপ।

এবার সেই সংলাপই শোনা গেলে থানার ভিতরে, তাও আবার চুরির ঘটনায় ধৃত এক অভিযুক্তের মুখে। আর ধৃতের মুখে এহেন ডায়লগ শুনে যারপরনাই অবাক থানার পুলিশকর্মীরা। এমনকী ধৃতের কাণ্ডকারখানা দেখে হাসিও চেপে রাখতে পারেননি তাঁরা। অভিযুক্তের এই কীর্তির কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এলাকাতেও।

Siliguri News : স্ত্রীকে খুন, ছোট্ট মেয়েকে নিয়ে পাড়া ভ্রমণ স্বামীর! শিলিগুড়িতে ‘ভয়ঙ্কর’ ঘটনা
জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফজল। কিছুদিন আগে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, কয়েকজন মিলে এক জায়গায় ডাকাতির চেষ্টা চালিয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে আফজলকে গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েকদিন পর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে যায় সে। এরপর ফের মাটিগাড়া এলাকায় একটি বাড়িতে চুরি করে। তদন্তে নেমে সেই ঘটনাতেও পুলিশ আফজলকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার।

Lalbazar Kolkata: চোখের নিমেষে গায়েব পার্স-মোবাইল! পকেটমারির ‘স্টার’ ব্যান্ডেল গ্যাং পুলিশের জালে
জানা গিয়েছে, থানার ভিতরে হঠাৎই আফজল বলতে থাকে, ‘চোর বলবে না, ছিনতাই করি। পুষ্পা হে, ঝুকেগা নেহি।’ আচমকা তার মুখে এই কথা শুনে তো আকাশ থেকে পড়েন পুলিশ কর্মীরা। রীতিমতো অবাক হয়ে একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে থাকেন তাঁরা। তবে আফজল অবশ্য নির্বিকার। সে নিজেকে চোর বলে মানতে নারাজ।

Kolkata Firing : রাতের কলকাতায় ফের চলল গুলি, নোংরা ফেলাকে কেন্দ্র করে ফায়ারিং যুবকের
এখানেই শেষ নয়, পুলিশ ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময়ও বিচিত্র আচরণ করতে থাকে সে, যা দেখে হাসি আটকায়নি রাশভারী পুলিশ আধিকারিকদেরও। যদিও তাতেও ‘কুছ পরোয়া নেহি’ আফজলের। ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। যার ফলে আফজলকে নিয়ে উৎসাহ তৈরি হয়েছে স্থানীয়দের কারও কারও মধ্যেও।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরণের অপরাধ বাড়ছে বলে অভিযোগ উঠছে। এরই মধ্যে ঘটে গিয়েছে ছাত্রী খুনের মতো ঘটনা। আবার নেশার আসরের প্রতিবাদ করায় খোদ মেয়রের ওয়ার্ডেই বাসিন্দাদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের অভিযোগ তো লেগেই রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *