Uttar 24 Parganas News : আর্থিক অনিয়মের অভিযোগ, প্রধানশিক্ষককে ঘরবন্দী করে পড়ুয়াদের বিক্ষোভ হাবড়ার স্কুলে – students protest against headmaster of a school at habra uttar 24 parganas


স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত। এমনই অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘরে বন্দী করে রেখে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকার বিদ্যালয়ে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Tornado in West Bengal : হাবড়ায় টর্নেডো? কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড গোটা গ্রাম, আতঙ্কে বাসিন্দারা
কী ঘটনা ঘটেছে?

স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে তালা বন্ধ করে বিক্ষোভ বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। স্কুল চত্বরে চলে ভাঙচুর। শেষ খবর পাওয়া পর্যন্ত তালা বন্ধ অবস্থায় রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা স্কুল চত্বরে। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা এক নম্বর ব্লকের অধীনে রয়েছে রাজবল্লভপুর উচ্চ মাধ্যমিক হাইস্কুল। সেখানেই শনিবার সকালে উত্তেজনা ছড়ায় পড়ুয়াদের বিক্ষোভের জেরে।

Dakshin 24 Pargana News : সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে, ৩ মাস পরেই ছাত্রীর রহস্যমৃত্যু! গ্রেফতার স্বামী
কী অভিযোগ রয়েছে?

এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। পরবর্তীতে স্কুল ছাত্রদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখল প্রধান শিক্ষককে।

Uttar 24 Pargana News: তালাবন্ধ বাড়ি, ভিতরে বৃদ্ধের পচাগলা দেহ! চাঞ্চল্য দমদমে
প্রধান শিক্ষক চোর

স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষককে ঘর বন্দী করে রেখে প্রতিবাদ দেখাতে থাকে। প্রধান শিক্ষকের ঘরের সামনে দরজার উপরে চক দিয়ে লেখা হলো প্রধান শিক্ষক চোর‌। স্কুল চত্তরে রয়েছে চরম উত্তেজনা তৈরি হয়। স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার রবি দাস বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

পড়ুয়াদের কী অভিযোগ

পড়ুয়ারা জানান, ফিজিক্যাল এডুকেশন বিষয় সংক্রান্ত একটি টাকা নেওয়া হয়েছিল স্কুলের তরফে। কিন্তু সেটা কোন কাজে লাগানো হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি পড়ুয়ারা। পরবর্তীকালে সেই অর্থ সংক্রান্ত রশিদ চাওয়া হলেও কোনও রশিদ দেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। একাধিক শিক্ষককে বিষয়টি বলেও কোনও লাভ হয়নি বলে তাঁদের দাবি। এরপরেই আজ স্কুলে প্রতিবাদ দেখায় তাঁরা। ওই টাকার বিনিময়ে পড়ুয়াদের পোশাক দেওয়ার কথা ছিল বলে দাবি তাঁদের।

দুয়ারে রেশন! বৃদ্ধের অভিযোগে বিড়ম্বনায় খাদ্যমন্ত্রী!

স্কুলের কী বক্তব্য?

স্কুলের সহকারী প্রধান শিক্ষক কমলেন্দু দালাল জানান, মোদের ১৩২ জন কাছ থেকে ৩১০ টাকা করে দিয়ে স্কুলে ভর্তি হয়েছিল। ওরা খুব গরিব ঘরের ছেলে মেয়ে। ওদের কাছ থেকে পোশাক দেওয়ার নাম করে আরও ৪৫০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু গত তিন চার মাস ধরে কোনও পোশাক দেওয়া হয়নি। সেই কারণেই ওরা বিক্ষোভ দেখাচ্ছে। স্কুলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *