West Bengal Police : স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্বিগুণ! আর্থিক বোঝায় নাভিশ্বাস, ক্ষোভে ফুঁসছেন রাজ্য পুলিশের কর্মীরা – health insurance premium got double for west bengal police employees


রাজ্য পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে চরমে ক্ষোভ। তাঁদের বাৎসরিক স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এক ধাক্কায় বেড়ে হয়েছে দ্বিগুণ। পুলিশ কর্মীদের একাংশ এই সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস এবং হোমগার্ডদের বাৎসরিক স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। পুলিশ কর্মীদের ক্ষোভের কথা আন্দাজ করেই স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে প্রিমিয়ামের অঙ্ক কমানোর আবেদন জানিয়েছে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

LIC Agent: 13 লাখ মানুষকে সুখবর শোনাল মোদী সরকার! পুজোর মুখে গ্রাচুইটি বাড়ল এলআইসি এজেন্টদের
দুর্ঘটনার পর প্রয়োজনীয় চিকিৎসা ও বড় কোনও অসুখের সুচিকিৎসার জন্য রাজ্য পুলিশে পার্সোনাল মেডিক্লেম পলিসি চালু করা হয়েছিল। পুলিশ কর্মীদের পরিবারকেও এই বিমার অন্তর্ভুক্ত করা হয়। বিমা সংস্থার সঙ্গে চুক্তি হয় পশ্চিমবঙ্গ পুলিশের। এই স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের টাকা পুলিশ কর্মীদের বেতন থেকে কাটা হয়। পুলিশ কর্মীদের চিকিৎসার খরচ বিমা সংস্থা থেকে আদায়ের ব্যাপারে কথা বলেন রাজ্য পুলিশ ওয়েলফেয়ার বিভাগের অফিসাররা।

Police Sniffer Dogs : ভাড়ায় নেবেন নাকি পুলিশ-স্নিফার ডগ? মিলছে কেরালায়
এই স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক নয়। তবে এতদিন এই বিমায় নথিভুক্ত সিভিক ভলান্টিয়ার ও সহায়কদের বাৎসরিক ২ হাজার ১০০ টাকা প্রিমিয়াম দিতে হত। কনস্টেবল ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মীদের বেলায় প্রিমিয়াম ছিল ১০ হাজার টাকা। পুলিশ কর্মীদের উপর আর্থিক বোঝা অনেকটাই কম ছিল। কিন্তু নতুন নির্দেশিকা আসার পর দেখা যায় সিভিক ও সহায়কদের বিমার প্রিমিয়াম বাবদ বাৎসরিক ৪ হাজার ১০০ টাকা দিতে হবে। কনস্টেবল ও অন্যান্য পুলিশ কর্মীদের বেলায় বিমার অঙ্ক বেড়ে হয় ২১ হাজার টাকা। হঠাৎ করে প্রিমিয়ামের টাকা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ পুলিশ কর্মীরা। তাঁদের দাবি, এই আর্থিক বোঝা বহন করা অসম্ভব।

সূত্রে খবর, আগের বিমা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল নতুন কোম্পানির সঙ্গে সমঝোতা হয়েছে রাজ্য পুলিশের। আর তাতেই বেড়ে গিয়েছে বিমার অঙ্ক। নতুন বিমা সংস্থার যুক্তি, চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে বেড়েছে প্রিমিয়ামের অঙ্ক। কিন্তু পুলিশ কর্মীরা এই যুক্তি মানতে মোটেই রাজি নন। স্টেট ওয়েলফেয়ার কমিটি রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছে, বর্ধিত বিমার প্রিমিয়ামের খরচ বহন করতে সমস্যার মধ্যে পড়ছেন পুলিশ কর্মীরা।

Police Constable Arrested : প্রিয়তমাকে দেন ১২ লাখি গাড়ি, কোটিপতি কনস্টেবলের বান্ধবী ‘বুলা’কে খুঁজছে পুলিশ
স্টেট ওয়েলফেয়ার কমিটির চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। ইতিমধ্যেই নতুন বিমা কোম্পানির সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। বিমার প্রিমিয়ামের অঙ্ক হঠাৎ কেন এত বাড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের শীর্ষকর্তাদের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *