Cine Cafe : সিনেমার সঙ্গে খাওয়া-দাওয়ার মজাও! ঝাড়গ্রামে তৈরি হচ্ছে প্রথম সিনে ক্যাফে – cine cafe setting up to enhance jhargram tourism


Jhargram Tourist Spot : উইকএন্ড ট্রিপে ঝাড়গ্রাম যেতে চাইছেন? অরণ্য শহরে ঘুরে বেড়ানোর ফাঁকে সিনেমা দেখার ইচ্ছে জাগতেই পারে। তার মুশকিল আসান হচ্ছে এবারের শীতেই। ঝাড়গ্রাম শহরে তৈরি হচ্ছে সিনে ক্যাফে। পুজোর আগে চালু করা না গেলেও শীতের মরশুমে এই সিনে ক্যাফের মজা নিতে পারবেন পর্যটকরা।

Jhargram News : রাজমিস্ত্রিদের সঙ্গে প্রেম, ঘর ছাড়ল তিন ছাত্রী
ঝাড়গ্রামে সিনে ক্যাফে

ঝাড়গ্রাম শহরে আগে একাধিক সিনেমা হল থাকলেও কালের নিয়মে বন্ধ হয়ে যায় সিঙ্গল স্ক্রিন হলগুলো। শহরের সিনে প্রেমী মানুষের কাছে যা অনেকটাই হতাশাব্যঞ্জক। শহরবাসীর কথা ভেবে এবার শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মানের সিনে ক্যাফে তৈরি হচ্ছে ঝাড়গ্রামে। স্থানীয়দের পাশাপাশি এই সিনে ক্যাফের মজা নিতে পর্যটকরাও আগ্রহী হবেন বলে মনে করছেন নির্মাতারা।

Robbery : রানাঘাটের ন্যায় বড়সড় ডাকাতির ছক, পুলিশের তৎপরতায় ঝাড়গ্রাম গ্রেফতার ৫ দুষ্কৃতী
কোথায় হচ্ছে সিনে ক্যাফেতে?

জানা গিয়েছে, মুম্বাইয়ের একটি সংস্থা এই সিনে ক্যাফে তৈরি করছে। দ্রুত গতিতে চলছে এই সিনেমা হল কাম ক্যাফে নির্মাণের কাজ। পুরাতন ঝাড়গ্রাম শহরের কাছে শ্মশান কালী মন্দিরের নিকটেই ঝাড়গ্রাম-লোধাশুলি রাজ্য সড়কের কাছে এটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। দমকল থেকে অনুমতি পাওয়ায় কিছুটা বিলম্ব হওয়ায় শীতের শুরুতে এই সিনেমা হল চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ।

Cine Cafe Jhargram

দ্রুত গতিতে চলছে এই সিনেমা হল কাম ক্যাফে নির্মাণের কাজ

কী থাকছে সিনে ক্যাফেতে?

সিনেমা দেখার পাশাপশি জমিয়ে খাওয়া-দাওয়ার মজা নিতে পারবেন দর্শকরা। প্রায় ৩৪ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই ক্যাফে। সিনেমা হলে আপাতত ১৫০ জন দর্শক বসার আয়োজন করা হয়েছে। সিনেমার টিকিটের সঙ্গেই খাবারের দাম ধরে নেওয়া হবে। বাড়তি খাবারের জন্য অতিরিক্ত অর্থ খরচা করতে হবে দর্শকদের। দিনে চারটি শো থাকবে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি একটি গার্ডেন রেস্তরাঁ তার সঙ্গে একটি শিশুদের খেলাধুলোর জায়গা, অত্যাধুনিক প্রযুক্তির একটি মঞ্চ-সহ অডিটোরিয়ামও থাকছে।

জঙ্গলমহলের সিনেমা হলেও কিং খানের ‘রাজত্ব’!

সিনেমা প্রেমীদের জন্য সুখবর

ঝাড়গ্রাম শহরের বাসিদান্দের সিনেমা দেখতে হলে ৫২ কিমি পথ পার করে খড়গপুর শহরে যেতে হয়। সেই সমস্যা অনেকটাই মিটবে। মূলত, মুম্বাইয়ের ওই সংস্থা রাজ্যের আরও বিভিন্ন জায়গায় এই ধরেনের সিনে ক্যাফে তৈরি করার পরিকল্পনা নিয়েছে। সেই যাত্রা শুরু হচ্ছে ঝাড়গ্রাম শহর থেকেই। ঝাড়গ্রামে ওই সংস্থার থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কৌশিক মহাপাত্র ও রাকেশ সোমানি দুই শিল্প উদ্যোগী এই ক্যাফে নির্মাণ করছেন। চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এটি জনপ্রিয়তা পাবে বলেই মনে করছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *