Civic Volunteer: সিভিক ভলান্টিয়ার গাড়ির চাবি খুলতে গেলেই ভয়াবহ কাণ্ড বাধালেন যুবক! পরে জানা গেল সত্যিটা – civic volunteer harassed by car owner video goes viral here is the real story


Trending News: ট্রাফিক রুল ভাঙায় গাড়ি থেকে চাবি খুলতে যাওয়া এক ভলান্টিয়ারকে কলার ধরে টেনে নিয়ে তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে চলেছেন গাড়ি চালক। গাড়িটি তীব্র গতিতে থাকায় পড়ে যাওয়া থেকে বাঁচতে দরজা আটকে ঝুলে রয়েছেন সিভিক ভলান্টিয়ার। ওই অবস্থাতেই চলছে কথা কাটাকাটি। যেকোনও মুহূর্তে পড়ে যেতে পারেন এই ভয়ে গাড়ি চালক ও তাঁর সঙ্গীর কাছে কাকুতি মিনতি করছেন ওই সিভিক। কিন্তু কে শোনে কার কথা! ওই অবস্থায় ধরে রেখেই সিভিকের সঙ্গে দুর্ব্যবহার গাড়ি চালক ও তাঁর সঙ্গী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠছে নেটপাড়ার একাংশ। কোথায় হয়েছে এমন ঘটনা খোঁজ করতে গিয়েই জানা গেল আসল ঘটনা।

West Bengal Police: ‘সব সিগন্যাল তোড় আয়া…’, গদর ২-এর গান নিয়ে ট্রাফিকের সতর্কবার্তা পাঠ পুলিশের
সিভিককে হেনস্থার ওই ভিডিয়ো কোনও আসল ঘটনা নয়, পুরোটাই নাটক। এক কমেডি পেজের কনটেন্ট টিমের সৃষ্টি ওই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েশন এখন সব থেকে ট্রেন্ডিং। বর্তমানে অনেকেরই আয়ের উৎস কনটেন্ট ক্রিয়েশন। অভিনব আইডিয়া থেকে আকর্ষণীয় ক্রিপ্ট। যত বেশি ভিউ তত আয়। মাঝে মাঝে লাইক, কমেন্ট ও ভিউ বাড়াতে কনটেন্ট ক্রিয়েটারদের সীমা ছাড়ানোর বিষয়টি সামনে আসে। এভাবেই ভিউ বাড়িয়ে রোজগার বাড়ানোর চক্করে প্র্যাঙ্ক ভিডিয়ো বানিয়ে বিপদে কমেডি প্রসেসিং ইউনিট নামের কনটেন্ট ক্রিয়েশন পেজ।

Trending News : হেডমাস্টারের সঙ্গে মারামারি সহ শিক্ষকের! ভাইরাল ভিডিয়ো, তোলপাড় বর্ধমানের স্কুল
সম্প্রতি সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার একটি প্র্যাঙ্ক ভিডিয়ো বানায় তারা। যেটি দুরন্ত ভাইরাল, দারুণ ভিউ আর তাতেই বিপাকে পড়েছে পেজ ওনাররা। জল এতো দূর গড়িয়েছে যে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে তাদের। তড়িঘড়ি ভিডিয়োটি নিজেদের পেজ থেকে মুছে ক্ষমা চাওয়ার একটি ভিডিয়ো আপলোড করেও ড্যামেজ কন্ট্রোল করা যায়নি। ততক্ষণে ভিডিয়োর আপত্তিকর অংশ ছড়িয়ে গিয়েছে অন্য পেজে।

WBTC Bus Ticket : সরকারি AC বাসে সারপ্রাইজ ভিজিট, জরিমানা টিকিটহীন যাত্রী ও কন্ডাক্টরকে! দেখুন ভিডিয়ো
নিজেদের পেজ থেকে ভিডিয়ো মোছা হলেও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম ও আরও অগুন্তি পেজে এখনও রয়েছে তাদের সৃষ্টি। সেই ভিডিয়োর অংশই বাড়াচ্ছে আরও বিপদ। ওই কনটেন্ট যারা বানিয়েছেন সেই পেজ মালিকদের দাবি, তারা সমস্ত বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়েই বানিয়েছিলেন ভিডিয়োটা কিন্তু এখন কোনও ডিসক্লেইমার বা বিবৃতি ছাড়াই অনেক অন্যান্য পেজ ওই ভিডিয়োর বিশেষ অংশ কেটে শেয়ার করছেন। তাতে আরও বেশি বিভ্রান্তি তৈরি হচ্ছে।

ক্ষমা চেয়েছেন কনটেন্ট ক্রিয়েটাররা

একইসঙ্গে তারা স্বীকার করেছেন উর্দিধারী কাউকে নিয়ে এমন ভিডিয়ো বানানো উচিত হয়নি। এই ভিডিয়োর নেগেটিভ প্রভাব নিয়ে তাদের ধারণা ছিল না। সেটা বুঝেই তারা ভিডিয়োটি সরিয়ে নিয়েছে বলে জানায়। একইসঙ্গে বাকি পেজের কাছেও ভিডিয়োটি মোছার আবেদন জানিয়েছেন ওই কনটেন্ট ক্রিয়েটার পেজ মালিককে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *