Jogesh Chandra Chaudhuri College: ‘কাজে বাধা…বাথরুম পর্যন্ত যেতে দেয় না!’ BJP করায় হেনস্থার অভিযোগ, ইস্তফা দিতে চান ল কলেজের অধ্যক্ষ – jogesh chandra chowdhuri law college principal pankaj roy complain of harassment and wish to resign


রাজ্যপাল নিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি বুদ্ধদেব সাউয়ের পর ফের শহরের আরও এক কলেজের অধ্যক্ষের বিস্ফোরক অভিযোগ। হেনস্থার শিকার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় বলে অভিযোগ। দিনের পর দিন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে অধ্যক্ষ পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে এই সময় ডিজিটালকে পঙ্কজ রায় বলেন, ‘আমাকে রোজ যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এই চাকরি আমি আর করব না।’

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় হেনস্থার অভিযোগের আঙুল তুলেছেন বহিরাগতদের দিকে। তিনি অভিযোগ করেন, বহিরাগতদের উসকানিতে কলেজের ছাত্রদের একাংশ প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছে। ‘বহিরাগত’ বলতে তিনি স্পষ্ট ভাষায় শাসকদলের দিকে আঙুল তুলেছেন। উল্লেখ্য, কলেজ ক্যাম্পাসের বাইরে অধ্যক্ষ পঙ্কজ রায়ের একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি ঘোষিত বিজেপি সমর্থক। এমনকী তাঁকে বিভিন্ন সময় বৈদুতিন সংবাদমাধ্যমে বিজেপির প্রতিনিধি হিসেবে নিয়মিত হাজির থাকতে দেখা গিয়েছে।

Calcutta National Medical College : ৪ লাখ দিলেই MBBS পাশ, প্রতি পেপারে ‘ফিক্সড রেট’! ন্যাশনাল মেডিক্যাল কলেজ তোলপাড়
দীর্ঘ আট বছর ধরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদ সামলে আসছেন পঙ্কজ রায়। কিন্তু তাঁর অভিযোগ, সম্প্রতি বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারপর থেকেই শুরু হয়েছে বহিরাগতদের মদতে ছাত্রদের একাংশের অসহ্যকর ব্যবহার। বহিরাগতদের দাপট ও পড়ুয়াদের একাংশের দুর্ব্যবহার সহ্য সীমা ছাড়ানোয় পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় ।

Jadavpur University : র‍্যাগিংয়ের শিকার হন খোদ হস্টেল সুপাররাই
এই সময় ডিজিটালকে হেনস্থা ও হয়রানির বর্ণনা দিতে গিয়ে অধ্যক্ষ পঙ্কজ রায় বলেন, ‘নিজেদের অন্যায্য দাবি মানাতে কলেজে ঢুকতে না ঢুকতেই ঘরে ঢুকে ঘিরে দাঁড়িয়ে পড়ে কয়েকজন ছাত্র। সেই দলে আছেন সাপ্লিমেন্টারি দেওয়া পড়ুয়া থেকে বর্তমান ও সদ্য পাশ হওয়া পড়ুয়া। বাথরুম পর্যন্ত যেতে দেয় না। কাজ কর্ম সব ডকে উঠেছে। তাদের মুখে ভাষা, কুৎসিত অঙ্গভঙ্গি মেনে নেওয়া যায় না।’ পঙ্কজ রায় সম্প্রতি বহিরাগতদের ক্যাম্পাসে দাপট নিয়ে প্রতিবাদ করেন। রবিবার সরকারি নিয়োগ পরীক্ষার সময়ও তারা দাদাগিরি দেখাতে ইউনিয়ন রুম খুলে বসে থাকে বহিরাগতরা বলে অভিযোগ তাঁর। যখন তখন বহিরাগতদের ক্যাম্পাসে যাতায়াত নিয়েও আপত্তি জানিয়েছিলেন অধ্যক্ষ বলে জানান। এমনকী সম্প্রতি ভর্তি নিয়ে তাঁকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। শাসকদলের সদস্য বহিরাগতদের বিরুদ্ধে তালিকা ছাড়া ভর্তিতে প্রভাব খাটাতে চাওয়ার অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে নির্দিষ্ট কয়েকজন পড়ুয়াকে বাড়তি স্কলারশিপের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যেও চাপ দেওয়া হয় বলে জানান অধ্যক্ষ।

Raiganj News : লঘু ‘ভুল’, ছাত্রীকে ২৫০ বার ওঠবোসের নিদান শিক্ষকের! রায়গঞ্জের স্কুলে শোরগোল
লাগাতার হয়রানি, হেনস্থা ও বহিরাগতদের দুর্ব্যবহারের মুখে পড়ে কলেজের পরিচালন সমিতির সভাপতির কাছে ইস্তফা দিতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন পঙ্কজ রায়। ২৯ সেপ্টেম্বর গর্ভনিং কমিটির বৈঠকের পরই এবিষয়ে সিদ্ধান্ত বলে জানিয়েছেন অধ্যক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *