Kolkata Traffic Police : স্টপেজ ছাড়া যাত্রী তোলায় বিপত্তি? বাস চালকদের বিশেষ নির্দেশ পুলিশের – kolkata traffic police warns bus drivers for proper stoppage to reduce road accident


যেখানে সেখানে বাসের স্টপেজ দেওয়া যাবে না। কড়া নির্দেশিকা দিল ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।

Kolkata Police : অপরাধীদের মুখ লুকনো দায়, শহরে AI নির্ভর বিশেষ ক্যামেরা লাগাচ্ছে কলকাতা পুলিশ
কী সিদ্ধান্ত গ্রহণ?

শহরের একাধিক রাস্তায় যত্রতত্র থেকে প্যাসেঞ্জার তুলছে বাসগুলো। যার কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। ইদানিং পথ দুর্ঘটনার ঘটনা অনেকটাই বেড়েছে শহরের রাস্তায়। নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্যত্র বাস দাঁড় করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এমনই সিদ্ধান্তের কথা জানালেন কলকাতা ট্রাফিক পুলিসের ডেপুটি কমিশনার ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরো।

Aadhaar Biometric Fraud : আধার বায়োমেট্রিক প্রতারণায় ৬৬টি অভিযোগ তদন্তে পুলিশ
দুর্ঘটনা রোধে ব্যবস্থা

কলকাতা ট্রাফিক পুলিশেরডেপুটি কমিশনার ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরো একটি গাড়ির চালকদের কর্মশালার একটি অনুষ্ঠানে জানান, একজন যাত্রী বাসে কম উঠলে বাস চালকের ১০ টাকা ক্ষতি হতে পারে কিন্তু দুর্ঘটনার কারণে একাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে। আরও বড় কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

Aadhar Card Fraud Case : বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকউন্ট সাফ! কী ভাবে ঠেকাবেন Aadhar প্রতারণা, জানাল কলকাতা পুলিশ
বেহালার ঘটনা থেকে শিক্ষা

দক্ষিণ কলকাতায় বেহালায় একটি শিশুর মৃত্যুর ঘটনার পর থেকেই কলকাতার রাস্তায় দুর্ঘটনা রোধে একাধিক কড়া ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই রাস্তায় সকাল ছয়টার পর থেকে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক জেলায় কর্মশালার আয়োজন করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশও।

কর্মশালার আয়োজন

দক্ষিণ কলকাতা ট্রাফিক গার্ড এবং ‘কনসার্ন ফর ক্যালকাটা’ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই ভিডিয়ো সহকারে গাড়ি চালকদের যান চলাচলের ব্যাপারে একাধিক নির্দেশিকা দেওয়া হয়। কর্মশালায় ১৩০ জন গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, গাড়ি চালকদের অযথা হর্ন বাজানোর ব্যাপারে কড়া নির্দেশিকা দেওয়া হয়।

ট্রাফিক গার্ডের ওসি সঞ্জীব নস্কর

বাড়ছে পথ দুর্ঘটনা

কলকাতা শহরের পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। বিশেষত রাজ্য সড়ক বা জাতীয় সড়কগুলিতে নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে হামেশাই। বেপরোয়া গাড়ির যাতায়াত কেড়ে নিচ্ছে একাধিক প্রাণ। এদিনের অনুষ্ঠানে।দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি নীলেশ চৌধুরী সহ পুলিশের অন্যান্য অধিকারীকরা চালকদের বুঝিয়ে দেন, কী ভাবে পথ দুর্ঘটনা এড়ানো যেতে পারে। বাইক আরোহীদের হেলমেট পরার আবশ্যিকতা, অযথা শব্দদূষণ না করার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *