Madan Mitra : দালালদের চিহ্নিত করার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি, আক্ষেপ মদনের – madan mitra regrets for barrackpore police not taking action against brokery in government hospitals


হাসপাতালে দালাল রাজ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। কামারহাটির সাগর দত্ত হাসপাতালে কারা এই দালাল চক্র চালাচ্ছে, তাদের চিহ্নিত করা হয়। এরপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আক্ষেপ জানালেন তৃণমূল বিধায়ক।

Madan Mitra : সরকারি হাসপাতালে ‘দালাল রাজ’ অব্যাহত, ফুঁসে উঠলেন বিধায়ক মদন
কী জানা যাচ্ছে?

গত শুক্রবার দালাল চক্রের ফাঁদে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয় সাগর দত্ত হাসপাতাল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই দালাল রাজের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক মদন মিত্র। তার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পুনরায় মদন মিত্র কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসেন। কামারহাটি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। যারা দোষী যারা দালাল চক্র চালাচ্ছে হাসপাতালে তাদের নাম ঠিকানা দেওয়ার পরও এখনও পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি বলে আক্ষেপ করেন তিনি।

Chiranjeet Chakraborty : ‘মিডিয়ায় থাকতে গেলে অনেক কিছুই বলতে হয়’, মদনকে খোঁচা চিরঞ্জিতের
কী জানালেন মদন?

মদন মিত্র আক্ষেপ করে বলেন পুলিশ চেষ্টা করলে এদেরকে ধরতে পারে। আগামী মঙ্গলবার সাগর দত্ত হাসপাতালের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেবেন এবং তারপরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ডেপুটেশন দেবেন বলে জানান তৃণমূল নেতা। যে কোনও মূল্যে এই দালাল রাজ হাসপাতাল থেকে বন্ধ করতে হবে। পুলিশকে সজাগ হতে হবে এবং সতর্ক হতে হবে বলে মত মদনের।

Madan Mitra : ‘কচি কচি বান্ধবীদের নিয়ে…’, মদনকে একহাত বিজেপির স্বপনের
রোগীর মৃত্যু

জানা গিয়েছে, শুক্রবার উত্তর দমদম অঞ্চলের এক রোগীকে শ্বাসকষ্ট জনিত চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আইসিসিইউতে বেড পাওয়ার জন্য এক দালাল চক্রের খপ্পরে পড়ে ওই রোগীর পরিবারের সদস্যরা। পরে বিধায়ক মদন মিত্রকেও ফোন করা হয়। বিধায়ক নিজে তাঁর বেডের ব্যবস্থা করে দেন। কিন্তু দালালদের চক্রে পড়ে রোগীকে ভর্তি করতে অনেকটা সময় চলে যায় রোগীর। শেষে ওই রোগীর মৃত্যু হয়। শেষে খবর পেয়ে হাসপাতালে আসেন বিধায়ক।

‘দালালরাজে মৃত্যু’! ‘টাকা নিয়ে আসছি’, বললেন মদন!

প্রতিবাদ করেন মদন

মদন জানান, এবার থেকে আমার লোকেরা হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে উদ্ধত হবে। পুলিশের সঙ্গে যেভাবেই হোক এই দালাল রাজ বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো সহ একাধিক পরিকাঠামোগত উন্নতি হলেও দালাল চক্র থাকার কারণে হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরপরেই প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানান মদন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *