কী জানালেন শুভেন্দু?
পূর্ব মেদিনীপুরের বিজেপির দুই সাংগঠনিক জেলার বিরোধী পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দলনেতার কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে এবার প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
কী জানালেন শুভেন্দু?
এই প্রেক্ষাপটে তাঁর বক্তব্য, এ রাজ্যে বিরোধী দলনেতার কী ভূমিকা তা কেউ জানত না। মুখ্যমন্ত্রী আমার নাম আগে করতো না। কয়েকদিন আগে বলছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিজেপি বিরোধী আসনে রয়েছে, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাদের প্রশিক্ষণ দেবে শুভেন্দু।
আর কী জানা যাচ্ছে?
পাশাপাশি আগামী ১৫ই ডিসেম্বর হলদিয়ার হ্যালিপ্যাড মাঠে লক্ষাধিক লোকের সমাবেশেরও ডাক দিলেন শুভেন্দু। এদিন তমলুক সাংগঠনিক জেলা মহিলা বিজেপির পক্ষ থেকে মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ও মহিলা সমাবেশের আয়োজন করা হয় মহিষাদলের প্রঞ্জানানন্দ স্মৃতি ভবনে। সেই সভায় বিধায় অশোক দিন্ডা, জেলা সভাপতি বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্যরা।
বিদেশ সফর নিয়ে মন্তব্য
এদিন শুভেন্দু মমতার শিল্প সফর নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, ওঁর আমলে কি কি শিল্প এসেছে তা বলতে পারবে না। আমি ধরে ধরে বলে দিতে পারি কোন কোন কারখানা বন্ধ হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের হিসেব জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আগেই জানান, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘ্য ভাতাটুকুও দিতে পারছেন না বলে সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে। এর মাঝেই মুখ্যমন্ত্রীর ১১ দিনের বিদেশ সফরের খরচের পরিমাণ কত? প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের ওপর কত ব্যয় করা হয়েছে সরকারি কোষাগার থেকে? কোন কোন খাতে খরচ করা হয়েছে? সেসব নিয়ে প্রশ্ন করেন তিনি।