Top 10 Durga Puja Pandal In West Bengal : কলকাতাকে টক্কর দেবে জেলার সেরা ১০ পুজো, না দেখলে বড় মিস – top 10 durga puja pandal in west bengal various districts near kolkata in 2023


দোরগোড়ায় দুর্গাপুজো। বিগ বাজেটের পুজোগুলি অবশ্য প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। শহর কলকাতা থেকে জেলা, সর্বত্রই বড় পুজোগুলিকে এখন চরম ব্যস্ততা। কলকাতার পুজো নিয়ে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা থাকে বরাবরই। তবে এই বছর কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এমন বেশকিছু পুজো হচ্ছে, ধারেভারে ও আয়োজনে যেগুলি তিলোত্তমা মহানগরীর যে কোনও পুজোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। দেখে নেওয়া যাক তেমনই কিছু পুজোর এবারের থিম।

কল্যাণী লুমিনাস ক্লাব – মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে মণ্ডপ তৈরি করে গতবছর হইচই ফেলে দিয়েছিল নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। জেলার গণ্ডি পেড়িয়ে সেই পুজোর সুনাম ছড়িয়ে গিয়েছিল শহর কলকাতাতেও। এবার তাদের মণ্ডপ তৈরি হচ্ছে চিনের বিলাসবহুল হোটেল Grand Lisboa Macau-এর আদলে।

কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি – নদিয়ার কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও যথেষ্টই জনপ্রিয়। এই বছর ৬০ তম বর্ষে তাদের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মণ্ডপের উচ্চতা প্রায় ১৭০ ফুট। আয়োজকদের দাবি, শুধু নদিয়া নয়, গোটা রাজ্যের মধ্যেই এটি হতে চলেছে এই বছরের সবচেয়ে উুঁচু মণ্ডপ।

Top 10 Durga Puja Pandal In Kolkata: মা আসছেন…, এই বছর কলকাতার সেরা ১০ পুজোর থিম জানুন এক ক্লিকেই
তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি – উত্তর ২৪ পরগনার আগরপাড়ার এই পুজো এই বছর ৮৪ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর কমিটির ভাবনা ‘বর্ণময় বেনারস’। পুজোর বিশেষ আকর্ষণ লাইভ আরতি, মার্বেলের প্রতিমা ও সোনার গয়না।

আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় লিমিটেড – উত্তর ২৪ পরগনার হাবড়ার অন্যতম প্রাচীন এই আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় লিমিটেডের পুজো। এই বছর তাদের থিম ডিজনিল্যান্ড। মূলত শিশুদের কথা মাথায় রেখেই এই ভাবনা বলে জানান পুজো উদ্যোক্তারা।

এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ – দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকার এই পুজো এবার ৭৭ তম বর্ষে পদার্পণ করছে। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবার তাদের থিম ‘মহারাজা তোমারে সেলাম’।

Durga Puja Kolkata : অভিনব উদ্যোগের জের, একলাফে প্রায় ৩৫ শতাংশ খরচ বাড়ল সুরুচির পুজোর
হাওড়া জাতীয় সেবাদল – হাওড়া অন্যতম প্রাচীন পুজো উদ্যোক্তা এই কমিটি। দেখতে দেখতে ৯০ বছরের পথচলা। এই বছর অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে হাওড়া জাতীয় সেবাদলের মণ্ডপ। তবে মণ্ডপ থিম নির্ভর হলেও প্রতিমার সাজ থেকে পুজোর আয়োজন, সমস্ত ক্ষেত্রেই থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।

কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি – হুগলির চুঁচুড়ার এই পুজোর সুনাম বিগত কয়েক বছর ধরেই জেলার গণ্ডি পেড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়েছে। মোটামুটি চতুর্থী-পঞ্চমী থেকেই ভিড় লেগে যায় এই মণ্ডপে। এবার তাদের ভাবনা ‘একালে সেকাল’।

৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি – হুগলির শ্রীরামপুর এলাকার প্রাচীন এই পুজো এবার ১১০ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ। শ্রীরামপুরবাসীর কাছে এই পুজো তাঁদের আবেগের সঙ্গে জড়িয়ে।

শ্রীরামপুর ৮-এর পল্লী – এই এলাকার আরও এক জনপ্রিয় পুজো শ্রীরামপুর ৮-এর পল্লী। এই বছর ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এবারে তাদের থিম ‘যাজ্ঞসেনীর সম্পূরণ’।

Kolkata Durga Puja Pandal 2023 : চেতলা অগ্রণী ও সুরুচির পুজোয় বদলাচ্ছে প্রতিমার স্থান, কোন পথে যান চলাচল?
পূর্ব বর্ধমান ইচ্ছলাবাদ ইয়ুথ ক্লাব – বর্ধমান শহরের অন্যতম দুর্গাপুজো আয়োজক এই ক্লাব। দৃষ্টিহীন মানুষদের কথা মাথায় রেখে এবারে তাদের থিমের পোশাকি নাম, ‘দেখবো এবার মা-কে, তোমার দৃষ্টিতে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *