Uttar 24 Parganas News: প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুনের অভিযোগ, তৃণমূল নেত্রী কি টার্গেট ছিলেন? তদন্তে পুলিশ – tmc leader and panchayat member mother attacked by miscreants


Duttapukur Murder: দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের ব্যায়াম সমিতি এলাকায় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান দেবযানী সরদারের মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়।তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে পিটিয়ে খুন করেছে ওই বৃদ্ধাকে বলে পরিবারের দাবি।এই খুন কোন শত্রুতা থেকে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ। মৃতের ছোট মেয়ে অর্থাৎ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বোনের দাবি,তার দিদি যে কোন অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করে আর সেই প্রতিবাদ করার কারণেই তাদের পরিবারের উপর এই আক্রমণ যার শিকার ৫৫ বছরের তাঁর মা। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যের মা নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। কোনওভাবে দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল নেত্রী ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

North 24 Parganas : চিকিৎসা করাতে এসে শ্লীলতাহানির শিকার যুবতী, গাইঘাটায় শোরগোল
নিজের মেয়ের বাড়িতে ঘুরতে এসেই খুন হয়েছেন বৃদ্ধা মা।প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে খুন করা হয়েছে বলে দাবি। দত্তপুকুর ব্যায়াম সমিতি এলাকার ঘটনা। শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে নাতনীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।ভোর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে খুন করেছে। পঞ্চায়েত সদস্য দেবযানী সরদারের মা বেবি রানী সরদার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর সহ পুলিশের অন্যান্য অধিকারিকরা।কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত বা কি উদ্দেশ্যে এই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ।

TMC BJP Clash : পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ, TMC-BJP সংঘর্ষে রণক্ষেত্র ঘাটালে
দুষ্কৃতী হামলায় ৫৫ র ওই বৃদ্ধার মৃত্যু হলেও, বুদ্ধির জোরে বেঁচে গিয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানি সরদারের মেয়ে। জানা যায়, গতকাল ভোর রাতে দুজন দুষ্কৃতী ছাদের সিড়ির দরজা দিয়ে বাড়িতে ঢুকে, ভারি কিছু বস্তু দিয়ে দেবযানি সরদারের মা, বেবি রানী সরদারকে মাথায় একাধিক আঘাত করে খুন করে। সেই সময় ওই বৃদ্ধার পাশেই শুয়ে ছিল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়ে। গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী সে। তবে প্রাণ বাঁচাতে বুদ্ধিকে কাজে লাগিয়ে ঘুমের ভান করে থাকায় প্রাণে বেঁচে যায় সে। তাঁর থেকে সমস্ত তথ্য নিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Bhangar News : ঘরে অস্ত্রের ভাণ্ডার! ভাঙড়ে গ্রেফতার ২ ISF নেতা, কটাক্ষ তৃণমূলের
জানা যায়স শারীরিক অসুস্থতা থাকায় নিজের মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন বছর ৫৫ এর বেবি রানী সরদার। মেয়ে দেবযানি এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমানে ১ নম্বর পঞ্চায়েত এর সদস্য তিনি। দত্তপুকুর ব্যায়াম সমিতি এলাকার এই ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে দত্তপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের পরিবারের তরফ থেকে অনুমান করা হচ্ছে, রাজনৈতিক কোন প্রতিশোধ নিতেই এই নৃশংস হত্যা। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা এখনও পর্যন্ত কাউকে ধরা হয়নি পুলিশের তরফ থেকে। কেন, কী কারণে এই খুন তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে রহস্য। প্রত্যক্ষদর্শী প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়ের বয়ানও নিচ্ছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষরাও। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *