Dengue Fever : দক্ষিণ দমদমেই ফের মৃত ১ ডেঙ্গি আক্রান্ত – one lost life again in south dum dum due to dengue fever


এই সময়: দক্ষিণ দমদমে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এল রবিবার। মৃতের নাম রুনা বসাক (৫৩)। বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টা নাগাদ নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। এ নিয়ে ওই পুর এলাকায় চলতি মরসুমে মৃত্যু হলে ৬ জন ডেঙ্গি আক্রান্তের। মৃতের পাশাপাশি উদ্বেগ বাড়ছে আক্রান্তের সংখ্যাতেও। যা ইতিমধ্যে ৫০০ পেরিয়ে গিয়েছে।

সংক্রমণের হার ২১.৩৪ শতাংশ। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্মীয়মাণ আবাসন, ফাঁকা জায়গা এবং বাড়ি-বাড়ি অভিযানে ঘাটতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। জানা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর রাতে জ্বর আসে রুনার। পরদিনই তাঁর ডেঙ্গি টেস্ট করান পরিবারের সদস্যরা। রিপোর্ট পজ়িটিভ আসায় গত ১৪ সেপ্টেম্বর তাঁকে নাগের বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছিল রুনার।

Dengue Fever : ডেঞ্জারাস ডেঙ্গি, নজরে দক্ষিণ দমদমের ৭ পাড়া
তবে পরের বুধবার, অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। সেখানেই ২১ তারিখ, গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির পাশাপাশি এনকেফালাইটিসে আক্রান্ত বলেও উল্লেখ করা হয়েছে। যেখানে রুনার বাড়ি, সেই শ্যামনগরেই বুধবার মৃত্যু হয়েছে ১২ বছরের এক বালিকার। পরপর দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Dengue in Kolkata : ডেঙ্গির ‘হটস্পট’ দমদম? ফের এক বৃদ্ধার মৃত্যু পুর এলাকায়
দেবপ্রিয়া চক্রবর্তী নামে এক এলাকাবাসীর অভিযোগ, ‘পাড়ার যেখানে সেখানে চায়ের কাপ, ডাবের খোলা থেকে শুরু করে প্লাস্টিকের কন্টেনার পড়ে। জঞ্জাল ঠিক ভাবে সাফাই না হওয়ার কারণেই সেখানে জল জমে রোগের এই বাড়বাড়ন্ত।’ আর এক বাসিন্দা বিপ্লব মাইতির বক্তব্য, ‘আগে নির্মীয়মাণ আবাসন এবং ফাঁকা জমিতে যে ভাবে পুর-কর্মীরা নজরদারি চালাতেন, এখন আর তা চোখে পড়ে না। কিছু অভিযোগ করলেই বলে, লোক নেই।’

ওই এলাকার উপর দিয়েই গিয়েছে বাগজোলা খাল। সেখানেও নিয়মিত মশা নিধন অভিযান হয় না বলে অভিযোগ করছেন বাসিন্দারা। দক্ষিণ দমদমের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনও। শুক্রবারই জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী দীর্ঘ বৈঠক করেন পুর-কর্তৃপক্ষের সঙ্গে। যে সব এলাকায় আক্রান্ত বেশি, সেগুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে।

Dengue Fever : সাত দিনের শিশুকে রেখে ডেঙ্গির বলি মা, মৃত ছাত্রীও
জেলাশাসক বলেন, ‘আমাদের তরফে সংক্রমণ কমানোর জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। বিশেষত, কারও যাতে মৃত্যু না হয়, সে জন্য শুরু থেকেই নজরদারি চালানোর কথা বলা হয়েছে পুরসভাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *