Durgapur News : তৃণমূল কার্যালয় থেকে রেশনের গম বিলি, বিতর্ক দুর্গাপুরে – distribution of ration wheat from trinamool party office in durgapur


এই সময়, দুর্গাপুর: তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বণ্টন করা হচ্ছে রেশনের গম। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে। রেশনের গম কেন তৃণমূল কার্যালয় থেকে দেওয়া হবে? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি শাসকদলের কর্মীরা। একইসঙ্গে নজিরবিহীন এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।

Durgapur News : দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে অগ্নিকাণ্ডের নেপথ্যে কী? নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের
ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন সকালে রামকৃষ্ণপল্লি তৃণমূল কার্যালয়ের বাইরে বেশ কয়েকজন রেশন গ্রাহককে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁরা গম সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন। তৃণমূল কার্যালয়ের ভেতরে তখন প্রচুর পরিমাণ গম মজুত করা রয়েছে।

Ration Dealer : রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রীর কাছে
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রশ্ন করেন, সরকারি গম রেশন দোকানের বদলে শাসকদলের দলীয় কার্যালয় থেকে কেন বিলি করা হচ্ছে? জানা গিয়েছে, এদিন মোট ২২ জনকে ৭২ কেজি করে গম দেওয়া হয়। পরিবহণ খরচের জন্য গ্রাহকদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়।

Murshidabad News : পঞ্চায়েতে চিত্রবদল! দলীয় কার্যালয় পুনরুদ্ধার কংগ্রেসের, দাবি ওড়াল তৃণমূল
এ প্রসঙ্গে ওয়ার্ডের মহিলা তৃণমূল সভাপতি ভারতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বছরে একবার করে জিআরের গম আসে। এক-একজন গ্রাহককে ৭২ কেজি করে গম দেওয়া হয়। সেই গ্রাহকদের তালিকাও আছে। ওই তালিকা দেখে শনিবার গ্রাহকদের ফোন করে গম বিলির কথা জানানো হয়েছিল। এদিন গ্রাহকরা দলীয় কার্যালয়ে এসে গম সংগ্রহ করে নিয়ে যান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *