East Bengal FC Vs Jamshedpur FC : আজ ইস্টবেঙ্গলের ম্যাচের পরেও বাড়তি পরিষেবা মেট্রোর, পরের খেলাগুলিতেও মিলবে? – kolkata metro will provide special service after east bengal fc vs jamshedpur fc isl match


মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলের ম্যাচেও স্পেশাল পরিষেবা মেট্রো রেল কর্তৃপক্ষের। ইস্টবেঙ্গল ক্লাবের অনুরোধের প্রেক্ষিতে আজ ম্যাচের পর অতিরিক্ত পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে দর্শকদের নিশ্চিন্তে ম্যাচ উপভোগ করার বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল।

আজ আইএসএল-এ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু রাত ৮টায়। আর ম্যাচের পর যাতে দর্শকদের বাড়ি ফিরতে অসুবিধা না হয়, তার জন্য ওই ওই সময় পরিষেবা দেওয়ার জন্য মেট্রোকে আবেদন জানায় ইস্টবেঙ্গল ক্লাব। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগের দিনের মতোই ২টি মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। প্রথম মেট্রো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে ছাড়বে রাত্রি সাড়ে ১০টায়। সেটি শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত্রি ১০টা ৩৭ মিনিটে। এরপর ১০টা ৪০ মিনিটে ছাড়বে দ্বিতীয় মেট্রোটি। সেটি শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত্রি ১০টা ৪৭ মিনিটে। অর্থাৎ মাত্র ৭ মিনিটে সল্টলেক স্টেডিয়াম থেকে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদায়।

East Bengal FC : সমর্থকদের জয় উপহার দিতে তৈরি ইস্টবেঙ্গল
এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটি অনুরোধ করা হয়। সেই অনুরোধের কথা মাথায় রেখে, ইস্টবেঙ্গল সমর্থক ও কলকাতার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে, মেট্রো রেল একটি সিদ্ধান্ত নিয়েছে যে, আজ ২টি অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে সল্টলেক স্টেডিয়াম থেকে। কোনও চিন্তা করতে হবে না। আপনারা খেলা উপভোগ করুন। মেট্রো আপনাদের শিয়ালদায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। সেখআন থেকে আপনারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন।’

Kerala Blasters vs Bengaluru FC: বেঙ্গালুরুকে জোড়া গোল, জয় দিয়ে ISL অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের
পরপর দু’দিন মেট্রোর এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী যুবভারতীতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলিতেও এই পরিষেবা দেওয়া হবে? এর উত্তরে কৌশিক মিত্র জানান, আজকের ম্যাচের জন্য অনুরোধ এসেছিল, সেইটার কথা কনসিডার করে অতিরিক্ত পরিষেবা দেওয়া হচ্ছে, যাতে মানুষের সুবিধা হয়। কিন্তু পরবর্তীগুলির জন্য কোনও অনুরোধ পত্র কোনও ক্লাবের তরফে এখনও আসেনি। অনুরোধ এলে তখন বিবেচনা করে দেখা হবে।

Metro Time Tabel

আজকের মেট্রোর টাইম টেবল

East Bengal FC: আইএসএলে নামার আগে বড় পদক্ষেপ ইস্টবেঙ্গলের, সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ
এদিকে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষতে ধন্যবাদ জানিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে বলা হয়েছে, ‘আমরা পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী ও মেট্রো রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক থেকে আই.এস.এল-এ আমাদের হোম ম্যাচগুলোর শেষে সভ্য সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধe না হয়, সেই জন্য যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে যথেষ্ট সংখ্যক পরিবহণের ব্যবস্থা করতে। মাননীয় পরিবহন মন্ত্রী আমাদের এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন। মেট্রো রেল কর্তৃপক্ষও ঘোষণা করেছে, আজ ম্যাচ শেষে অতিরিক্ত ২ টি মেট্রো চালানো হবে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদাহ পর্যন্ত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *