Governor Of West Bengal : রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ! আমেরিকা সফর বাতিল বোসের – governor of west bengal cv ananda bose has cancelled us visit program


একেবারে শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার রাজভবনের তরফে রাজ্যপালের সফর বাতিলের বিষয়টি জানানো হয়েছে। ডেঙ্গি এবং রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজভবন।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদান করার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। বিশ্ব সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান হিসাবে মুন ‘ভারতের সাংস্কৃতিক রাজধানী’ বাংলার প্রথম নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।

CV Ananda Bose to Mamata Banerjee : বিদেশ থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, উত্তরও দিলেন মমতা
প্রথমে ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র কলকাতার প্রতিনিধি হিসেবে সেই উৎসবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল। এই সফরের ক্ষেত্রে সব খরচ দেওয়ার কথা জানিয়েছিল উৎসবের আয়োজক কমিটি। কিন্তু রাজ্যপাল পরে আমেরিকার সেই আতিথেয়তা নিতে অস্বীকার করেন। কারণ প্রোটোকল অনুযায়ীও সেটা নেওয়া যায় না বলে জানানো হয়েছে রাজভবনের তরফে। সে ক্ষেত্রে এই সফরে গেলে তার খরচ হত রাজ্যের কোষাগার থেকে।

Mamata Banerjee Dubai Visit: স্পেন সফর শেষে এবার মরুশহরে মুখ্যমন্ত্রী,বাংলায় লক্ষ্মী আনতে একাধিক কর্মসূচি
রাজ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল মনে করেছেন, রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, তাতে এই খরচ করা ঠিক হবে না। এছাড়া ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মাঝে রাজ্যপাল ছেড়ে যেতে চাইছেন না। রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই সফরে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা ছিল রাজ্যপালের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে হবে সেই বৈঠক।

Suvendu Adhikari : ‘মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের খরচ কত?’ জানতে চাইলেন শুভেন্দু অধিকারী
প্রসঙ্গত, রাজ্যে লগ্নি টানতে সম্প্রতি স্পেন ও দুবাই সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশকিছু শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে একাধিক চুক্তি সই হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক সংস্থা রাজ্যে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকশ করেছে বলে জানা গিয়েছে। এছাড়া বাংলার ফুটবলের উন্নয়নের জন্য স্পেনের লা লিগার সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার ফুটবলের উন্নয়নের জন্য লা লিগাকে রাজ্যে একটি একাডেমি গঠন করার আহ্বান জানান তিনি। তাদের কাজের জন্য কিশোর ভারতী স্টেডিয়ামটি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা। সফর ভীষণই সফল বলে রাজ্যে ফিরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন বেশকিছু বিশিষ্ট ব্যক্তিত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *